Thank you for trying Sticky AMP!!

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ২০০৪ সালে অন্যান্য সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেন

ফেসবুক আসলে কত বড়?

অ্যাপল, আমাজন, গুগল, মাইক্রোসফট এবং ফেসবুককে পশ্চিমা গণমাধ্যমে ‘বিগ টেক’ বলা হয়। মার্কিন নীতিনির্ধারকেরা প্রায়ই এই প্রতিষ্ঠানগুলোর আধিপত্য কমাতে আইনপ্রণয়নের প্রস্তাব করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা হোক। বাইডেন প্রশাসনও সে পথেই হাঁটছে।

নীতিনির্ধারকদের চাওয়া পূরণ হবে কি না, তা এখনই জানার সুযোগ নেই। আমরা বরং প্রতিষ্ঠানগুলোর আকার সম্পর্কে একটা ধারণা পেতে পারি। শুরুটা নাহয় ফেসবুক দিয়েই করা হোক। ক্রমে বাকিগুলো সম্পর্কে জানা যাবে।

মাস কয়েক আগে ফেসবুকের সবগুলো সেবাকে একটি মাতৃপ্রতিষ্ঠানের অধীনে এনে প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন আনা হয়। নতুন কাঠামো অনুযায়ী ‘ফেসবুক’ হলো মাতৃপ্রতিষ্ঠান। আর সামাজিক যোগাযোগমাধ্যম সেবাটিকে তারা বলছে ‘ফেসবুক অ্যাপ’। অর্থাৎ ফেসবুক অ্যাপ হলো ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মতোই একটি সেবা।

  • বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি মানুষ ফেসবুকের পণ্য ব্যবহার করে বলে প্রতিষ্ঠানটির দাবি।

  • ২০ কোটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্ভাব্য গ্রাহকের খোঁজে ফেসবুকের মালিকানাধীন অ্যাপ ব্যবহার করে।

  • অ্যাপগুলোর মাধ্যমে দিনে ১০ হাজার কোটির বেশি বার্তা আদান–প্রদান করা হয়।

  • বিশ্বব্যাপী ৮০টির বেশি শহরে ফেসবুকের কার্যালয় আছে। তবে বৃহত্তম দেশ রাশিয়ায় কোনো কার্যালয় নেই।

  • বিভিন্ন দেশের ১৭টি ডেটা সেন্টারে ফেসবুকের তথ্য রাখা হয়।

  • ১৮৮ কোটি ব্যবহারকারী দিনে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন।

  • আর মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন এমন ব্যবহারকারীর সংখ্যা ২৮৫ কোটি।

  • সব মিলিয়ে ৬০ হাজার ৬৫৪ জন কর্মী রয়েছেন ফেসবুকের।

  • গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, কেবল তিন মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুকের মোট আয় ছিল ২ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ ডলার। একই মেয়াদে প্রতিষ্ঠানটি ৯৪৯ কোটি ৭০ লাখ ডলার নিট আয় করে।

  • ১৬ থেকে ৬৪ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় প্রথম পাঁচটির চারটিই ফেসবুকের মালিকানাধীন।

  • বিশ্বের সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর প্রায় ৬০ শতাংশ ফেসবুক ব্যবহার করেন।

  • কোনো প্রতিষ্ঠান কিনে নেওয়া ফেসবুকের অভ্যাসে পরিণত হয়েছে। এই অধিগ্রহণগুলোর মাধ্যমে ফেসবুক মূলত ‘মেধা আহরণ’ করে। সেটা দক্ষ কর্মী হতে পারে, হতে পারে পেটেন্টও। ফেসবুকের মূল সেবার বাইরে প্রতিষ্ঠানটির মালিকানাধীন জনপ্রিয় সেবাগুলো হলো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও অকুলাস।

তথ্যসূত্র: ফেসবুক, উই আর সোশ্যাল, হাবস্পট