Thank you for trying Sticky AMP!!

সারফেস প্রো ৮ বাজারে আনছে মাইক্রোসফট

সারফেস প্রো ৮ মডেলের ‘ল্যাপটপ’ বাজারে ছাড়ার ঘোষণা দিল মাইক্রোসফট। ২০১৪ সালে বাজারে আসা সারফেস প্রো ৩-এর পর এবারই সিরিজটিতে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছে দ্য ভার্জ।

সারফেস প্রো ৮-এ ১২০ হার্টজ ডিসপ্লে থাকছে। ডিসপ্লে চারপাশের বেজেল পাতলা হয়েছে। পরিবর্তন এসেছে কি-বোর্ডেও।

১৩ ইঞ্চির ডিসপ্লেটি পিক্সেলসেন্স প্রযুক্তির। আগের বেশির ভাগ সারফেস প্রো ডিভাইসে ১২ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হতো। নতুন সারফেস প্রোর ডিসপ্লে ‘ডলবি ভিশন’ এবং ‘অ্যাডাপটিভ কালার’ প্রযুক্তি সমর্থন করবে বলে জানানো হয়।

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এর ডাইনামিক রিফ্রেশ রেট সুবিধা পাওয়া যাবে সারফেস প্রো ৮-এ। সুবিধাটি অ্যাপলের প্রোমোশন ডিসপ্লে প্রযুক্তির মতো। এতে কাজ বুঝে ডিসপ্লের রিফ্রেশ রেট পরিবর্তিত হয়।

সারফেস প্রো ঠিক ল্যাপটপ নয়। শক্তিশালী ট্যাবলেট কম্পিউটার বলা যেতে পারে। তবে কি-বোর্ড যুক্ত করে নিলে দিব্যি ল্যাপটপের মতো কাজ করা যায়। কি-বোর্ডটি অবশ্য আলাদা কিনতে হবে। সেই কি-বোর্ডেই যুক্ত থাকবে ‘সারফেস স্লিম পেন ২’ মডেলের স্টাইলাস।

নতুন সারফেস প্রোতে ইউএসবি-এ পোর্ট থাকছে না। এর বদলে থাকবে ইউএসবি-সি থান্ডারবোল্ট ৪ পোর্ট। সারফেস প্রো ৮-এ ইনটেলের একাদশ প্রজন্মের কোয়াড-কোর প্রসেসর এবং ৩২ গিগাবাইট পর্যন্ত র‍্যাম থাকবে।

৫ অক্টোবর বাজারে আসবে সারফেস প্রো ৮, দাম শুরু হয়েছে ১ হাজার ১০০ ডলার থেকে।

সারফেস প্রো ৮ ছাড়াও ‘সারফেস ল্যাপটপ স্টুডিও’ মডেলের ল্যাপটপ কম্পিউটার, তুলনামূলক কম দামের ট্যাব ‘সারফেস গো ৩’, ‘সারফেস ডুয়ো ২’ মডেলের ফোল্ডিং পর্দার স্মার্টফোন এবং আরও কিছু আনুষঙ্গিক সরঞ্জাম বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।