Thank you for trying Sticky AMP!!

মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার (মাঝে)

৬৩ শতাংশ মুঠোফোনই দেশে তৈরি

গত এক বছরে দেশে বিক্রি হওয়া মুঠোফোনের ৬৩ শতাংশই বাংলাদেশে তৈরি করা হয়েছে। এ সময় দেশের ১৪টি কারখানায় তৈরি মোট ২ কোটি ৬১ লাখ মুঠোফোন বাজারজাত করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব কারখানায় বর্তমানে কাজ করছেন প্রায় ২৫ হাজার কর্মী, বলেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বুধবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে দেশে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বর্তমানে মুঠোফোন আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। দেশে তৈরি মুঠোফোনের আন্তর্জাতিক মান নিশ্চত করতে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) কোনো ছাড় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। মুঠোফোন নির্মাতাদের ট্যাব ও ল্যাপটপসহ অন্যান্য ডিজিটাল যন্ত্র তৈরিরও আহ্বান জানান তিনি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানসহ দেশের ১৪টি মুঠোফোন কারখানার ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।