Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রয়োগ করা হয়?

ক. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি

খ. তারল্য নীতি

গ. লভ্যাংশ নীতি

ঘ. ক্ষতিপূরণ নীতি

৩২. কাম্য তারল্য বজায় রাখার জন্য একজন আর্থিক ব্যবস্থাপক নিচের কোন কাজটি করবেন?

ক. স্থায়ী মূলধন বৃদ্ধি

খ. তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয়

গ. ঝুঁকি পরিহার

ঘ. অর্থের সময় মূল্য বিবেচনা

৩৩. সঠিক প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রয়োগ করা হয়ে থাকে?

ক. তারল্য নীতি

খ. মুনাফা সর্বোচ্চকরণ নীতি

গ. অর্থের সময়মূল্য নীতি

ঘ. প্রকল্প বাছাই নীতি

৩৪. লভ্যাংশ নীতির যথার্থ ব্যবহার নিচের কোন বিষয়টিকে নিশ্চিত করতে পারে?

ক. বিক্রয় বৃদ্ধি

খ. ব্যয় হ্রাস

গ. প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি

ঘ. মুনাফার সর্বোত্তম ব্যবহার

৩৫. ন্যায্য মজুরি প্রদান, নিরাপদ কাজের পরিবেশ এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ অর্থায়নের কোন ধরনের দায়িত্বের মধ্যে পড়ে?

ক. ঝুঁকিসংক্রান্ত দায়িত্ব

খ. বিনিয়োগসংক্রান্ত দায়িত্ব

গ. সামাজিক দায়িত্ব

ঘ. আর্থিক দায়িত্ব

৩৬. অর্থায়ন ও ব্যবসায়ের পারস্পরিক নির্ভরশীলতার প্রধান কারণ কী?

ক. উভয়ের লক্ষ্য তারল্য হ্রাস করা

খ. উভয়ের লক্ষ্য সমাজকল্যাণ করা

গ. উভয়ের লক্ষ্য মুনাফা ও সম্পদ সর্বোচ্চকরণ

ঘ. অর্থের উৎস নির্বাচনে যৌথ উদ্যোগ গ্রহণ

৩৭. যৌথ মূলধনি কোম্পানির বিকাশের ফলে অর্থায়নের ক্রমবিকাশ ত্বরান্বিত হয়েছে, এর পেছনে মূল কারণ ছিল কোনটি?

ক. জবাবদিহি হ্রাস পাওয়া

খ. ব্যবস্থাপনা ও মালিকানার পৃথকীকরণ

গ. বিনিয়োগের সুযোগ সৃষ্টি

ঘ. বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব প্রদান

৩৮. অর্থায়নের ক্রমবিকাশের প্রাথমিক পর্ব এবং রূপান্তর পর্ব পর্যন্ত নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান ছিল?

ক. অর্থের প্রচলনের ওপর গুরুত্ব প্রদান

খ. বিনিময় প্রথা

গ. তহবিলের দক্ষ ব্যবহার

ঘ. তৃতীয় পক্ষের দৃষ্টিতে প্রতিষ্ঠানের মূল্যায়ন

৩৯. মুনাফাকে অতীত বিনিয়োগের প্রতিদান ছাড়া নিচের কোনটি মনে করা হয়?

ক. বর্ধিত আয়

খ. মুনাফা জাতীয় সঞ্চয়

গ. ভবিষ্যৎ বিনিয়োগের ভিত্তি

ঘ. মূলধনজাতীয় প্রাপ্তি

৪০. অর্থায়নে প্রতিনিধিত্বের সম্পর্ক বলতে কী বোঝায়?

ক. সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক

খ. ব্যবসায় প্রতিষ্ঠান ও বিক্রয় প্রতিনিধির মধ্যে সম্পর্ক

গ. শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপকদের মধ্যে সম্পর্ক

ঘ. ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.গ ৩৭.খ ৩৮.ঘ ৩৯.গ ৪০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)