Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | লালসালু : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

১১. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯২০ সালে খ. ১৯২২ সালে

গ. ১৯২৪ সালে ঘ. ১৯২৭ সালে

১২. ‘চাঁদের অমাবস্যা’ কার লেখা?

ক. শামসুর রাহমান

খ. শওকত ওসমান

গ. মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

১৩. উপন্যাস-এর আক্ষরিক অর্থ কী?

ক. বিশেষরূপে উত্থাপন

খ. ঘটনার বিশদ বিবরণ

গ. চরিত্রের ধারাবাহিক বিন্যাস

ঘ. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

১৪. ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু কোনটি?

ক. অতিপ্রাকৃতিক ঘটনা

খ. সাধারণ মানুষের জীবন

গ. গ্রামীণ মানুষের অন্ধত্ব

ঘ. সামাজিক বাস্তবতা

১৫. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?

ক. সামাজিক খ. আঞ্চলিক

গ. ঐতিহাসিক ঘ. রোমান্টিক

১৬. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কী?

ক. গ্রামীণ সমাজ খ. ধর্মব্যবসা

গ. শ্রেণিদ্বন্দ্ব ঘ. অস্তিত্বের সংকট

১৭. ‘লালসালু’ উপন্যাসে কার নিজেকে শিকড়ছাড়া বৃক্ষ মনে হয়?

ক. খালেক ব্যাপারীর খ. মজিদের

গ. মতলুব খাঁর ঘ. ধলা মিয়ার

১৮. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’—কাদের?

ক. মতিগঞ্জের মানুষের

খ. গারো পাহাড়ের লোকদের

গ. মহব্বত নগরের মানুষদের

ঘ. মধুপুরের অধিবাসীদের

১৯. মজিদ বারবার আড়চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন?

ক. রূপের মোহে

খ. ভীতি সৃষ্টি করতে

গ. কড়া শাসনে রাখতে

ঘ. মনোভাব বুঝতে

২০. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?

ক. আমেনা খ. জমিলা

গ. ফাতেমা ঘ. রহিমা

সঠিক উত্তর

লালসালু: ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)