Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬১. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়?

ক. অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে

খ. উৎসাহ প্রদানের মাধ্যমে

গ. মানসিক চিকিৎসার মাধ্যমে

ঘ. কতকগুলো বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে

৬২. পেশাগত সমাজকর্মী সৃষ্টির জন্য কোনটির গুরুত্ব অপরিসীম?

ক. সমাজকর্ম

খ. সমাজবিজ্ঞান

গ. পৌরনীতি ও সুশাসন

ঘ. অর্থনীতি

৬৩. যেকোনো দেশের প্রকৃত উন্নয়ন কিসের ওপর নির্ভরশীল?

ক. প্রাকৃতিক সম্পদ

খ. খনিজ সম্পদ

গ. মানব সম্পদ

ঘ. ভারসাম্যপূর্ণ আর্থসামাজিক উন্নতি

৬৪. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?

ক. ব্যবসাকেন্দ্রিক

খ. সেবাকেন্দ্রিক

গ. আত্মকেন্দ্রিক

ঘ. সমস্যা সমাধানকেন্দ্রিক

৬৫. ফারহানাদের একটি বাড়ি আছে। বাড়িটি কোন ধরনের সম্পদ?

ক. বস্তুগত সম্পদ খ. অবস্তুগত সম্পদ

গ. খনিজ সম্পদ ঘ. প্রাকৃতিক সম্পদ

Also Read: এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

৬৬. যেকোনো উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?

ক. সরকারের অংশগ্রহণ

খ. জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

গ. শ্রমিকদের অংশগ্রহণ

ঘ. রাজনীতিবিদদের অংশগ্রহণ

৬৭. সমন্বয় সাধনের জ্ঞানার্জন করা কীভাবে সম্ভব?

ক. ইতিহাস পাঠের মাধ্যমে

খ. সমাজকর্ম পাঠের মাধ্যমে

গ. মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে

ঘ. নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে

৬৮. স্বল্প সম্পদ দ্বারা যে অসীম চাহিদা পূরণ করা যায়, তা কীভাবে জানা যায়?

ক. অর্থনীতি পাঠের মাধ্যমে

খ. সমাজকর্ম পাঠের মাধ্যমে

গ. ইতিহাস পাঠের মাধ্যমে

ঘ. মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে

৬৯. রহমান তার সমাজের সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। রহমানের সামাজিক অবস্থার সঙ্গে সমাজের সামঞ্জস্য বিধানে নিচের কোনটি সহায়তা করতে পারে?

ক. সমাজকর্ম খ. সমাজবিজ্ঞান

গ. রাষ্ট্রবিজ্ঞান ঘ. অর্থনীতি

৭০. পেশাগত সমাজকর্মী সৃষ্টির জন্য কোনটির গুরুত্ব অপরিসীম?

ক. সমাজকর্ম খ. সমাজসেবা

গ. সমাজবিজ্ঞান ঘ. সমাজ সংস্কার

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.ঘ ৬২.ক ৬৩.ঘ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.খ ৬৭.খ ৬৮.খ ৬৯.ক ৭০.ক

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)