Thank you for trying Sticky AMP!!

ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১১. তরল-তরল দ্রবণ নিচের কোনটি?

ক. পানি-অ্যাসিটিক অ্যাসিড

খ. পানি-অক্সিজেন

গ. পানি-সিমেন্ট

ঘ. পানি-লবণ

১২. তরল-গ্যাস দ্রবণ কোনটি?

ক. পানি-ভিনেগার খ. পানি-চুন

গ. পানি-লবণ ঘ. কোমল পানীয়

১৩. দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রাবকের দ্রব গ্রহণের ক্ষমতা কী হয়?

ক. কমে যায়

খ. বেড়ে যায়

গ. অপরিবর্তিত থাকে

ঘ. প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়

১৪. সম্পৃক্ত দ্রবণে—

i. দ্রব যোগ করলে তা দ্রবীভূত হয়

ii. দ্রব দিলে দ্রবণ অসমস্বত্ব হয়

iii. দ্রব যোগ করলে তা দ্রবীভূত হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. অসম্পৃক্ত দ্রবণে—

i. দ্রব যোগ করলে দ্রবীভূত হয়

ii. দ্রাবক যোগ করলে লঘু হয়

iii. দ্রব দিলে দ্রবীভূত হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. দ্রবণ, তাপমাত্রা ও দ্রাব্যতার ক্ষেত্রে—

i. উষ্ণতা বা তাপমাত্রার ওপর দ্রবের দ্রাব্যতা নির্ভর করে

ii. দ্রবণের উষ্ণতা কমলে দ্রাবকের দ্রব গ্রহণের ক্ষমতা বেড়ে যায়

iii. নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. কোনটি জৈব যৌগ?

ক. সালফিউরিক অ্যাসিড

খ. সোডিয়াম হাইড্রক্সাইড

গ. সোডিয়াম কার্বনেট

ঘ. স্পিরিট

১৮. সর্বজনীন দ্রাবক কোনটি?

ক. পানি খ. ইথানয়িক এসিড

গ. স্পিরিট ঘ. অ্যাসিটোন

১৯. পানি কোন পদার্থ দ্রবীভূত করতে পারে না?

ক. ক্যালসিয়াম কার্বনেট

খ. অ্যাসিটোন

গ. স্পিরিট

ঘ. অ্যাসিটিক এসিড

২০. তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কী বলে?

ক. ঊর্ধ্বপাতন খ. বাষ্পীভবন

গ. পুনঃশিলীভন ঘ. ঘনীভবন

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.খ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)