Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র । অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. লক্ষ্যে পৌঁছানোর জন্য সমাজকর্মীরা সাধারণত সমাজকর্মের—

i. সনাতন পদ্ধতি ব্যবহার করে থাকেন

ii. মৌলিক পদ্ধতি ব্যবহার করে থাকেন

iii. সহায়ক পদ্ধতি ব্যবহার করে থাকেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. আধুনিক সমাজকর্ম সমাজের—

i. সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী

ii. সুষম উন্নয়নে বিশ্বাসী

iii. দ্রুত উন্নয়নে বিশ্বাসী

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী?

ক. ব্যক্তিস্বাতন্ত্র্য ও পারিবারিক মূল্যবোধ

খ. পারিবারিক ও পেশাগত মূল্যবোধ

গ. পেশাগত ও জাতীয় মূল্যবোধ

ঘ. জাতীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ

২৪. কোন মূল্যবোধ শাশ্বত ও অপরিবর্তনীয়?

ক. ধর্মীয় খ. পারিবারিক

গ. জাতীয় ঘ. সামাজিক

২৫. মূল্যবোধের ধরন কী রূপ?

ক. একমাত্রিক খ. দ্বিমাত্রিক

গ. বিশেষ ঘ. বহুমাত্রিক

২৬. পারিবারিক মূল্যবোধ গড়ে ওঠে—

i. আইনের ভিত্তিতে

ii. ঐতিহ্যের ভিত্তিতে

iii. বিশ্বাসের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৭. পেশা সাধারণত কী রূপে হয়ে থাকে?

ক. বুদ্ধিবৃত্তিক

খ. জনকল্যাণমুখী

গ. সাহায্যকারী

ঘ. তাত্ত্বিক

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ফাহিম সাহেব ও জামাল সাহেব একই গ্রামের বাসিন্দা। দুজনই বর্তমানে যশোর থাকেন। ফাহিম সাহেব সরকারি অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত আর জামাল সাহেব কাজ করেন নিজ খামারে।

২৮. ফাহিম সাহেবের কাজকে কী বলা যাবে?

ক. পেশা খ. বৃত্তি

গ. ব্যবসা ঘ. সমাজকর্ম

২৯. জামাল সাহেবের কাজকে কী বলা যাবে?

ক. পেশা খ. বৃত্তি

গ. সমাজকর্ম

ঘ. স্বেচ্ছাসেবী কর্ম

৩০. ‘সক্ষমকারী পেশা’ বলতে কী বোঝায়?

ক. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা

খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা

গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া

ঘ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ঘ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, মুন্সীগঞ্জ সরকারি কলেজ, মুন্সীগঞ্জ

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)