Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৩১. মায়োপিয়া সমস্যাটির লক্ষণ কোনটি?

ক. অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা

খ. চোখের দূর বিন্দুটি অসীম দূরত্বে থাকা

গ. অক্ষি-গোলকের কাঠিন্যতা

ঘ. দৃষ্টিক্ষীণতা

৩২. যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্ট দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, তখন তাকে কী বলে?

ক. হ্রস্বদৃষ্টি খ. বার্ধক্য দৃষ্টি

গ. দীর্ঘদৃষ্টি ঘ. বিষম দৃষ্টি

৩৩. চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে?

ক. উত্তল লেন্স

খ. অবতল লেন্স

গ. উত্তলাবতল লেন্স

ঘ. সমতলাবতল লেন্স

৩৪. কাছের বস্তু দেখার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয়?

ক. উত্তল খ. অবতল

গ. বাইফোকাল ঘ. উতলাবতল

৩৫. কোনটি বার্ধক্যজনিত ত্রুটি?

ক. হ্রস্বদৃষ্টি ত্রুটি খ. দীর্ঘদৃষ্টি ত্রুটি

গ. চালশে ঘ. নকুলান্ধতা

৩৬. নিচের কোন খাবার চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে?

ক. আলু খ. পটল

গ. বেগুন ঘ. মিষ্টিকুমড়া

৩৭. কোনটি চোখের জন্য ক্ষতিকর?

ক. চা পান খ. কফি পান

গ. ফাস্টফুড ঘ. ধূমপান

৩৮. নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে প্রয়োজন—

i. মোবাইল ফোন

ii. ভিউ মিরর

iii. সিট বেল্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ড্রাইভারকে গাড়ির তিনটি দর্পণে চোখ রাখতে হয়—

i. যখন গাড়ি থামিয়ে রাখা হয়

ii. যখন গাড়ি পেছানোর দরকার হয়

iii. লেন পরিবর্তনের সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. আলোক দর্পণ—

i. অস্বচ্ছ হয়

ii. সমতল পৃষ্ঠযুক্ত হয়

iii. আলোর প্রতিফলন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.খ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা