Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (৯-১৬) : অধ্যায় ৪ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৯. নবায়ণযোগ্য শক্তি—

i. বায়োগ্যাস

ii. জোয়ার-ভাটা

iii. ভূতাপীয় শক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. মুক্তভাবে পড়ন্ত বন্তুর ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. বিভবশক্তি বৃদ্ধি পায়

খ. গতিশক্তি হ্রাস পায়

গ. বিভবশক্তি ও গতিশক্তি সমান থাকে

ঘ. গতিশক্তি বৃদ্ধি পায়

১১. গাছের পাতা ও কাণ্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে পরিণত হয়?

ক. কয়লা খ. লোহা

গ. পেট্রোলিয়াম ঘ. প্রাকৃতিক গ্যাস

১২. পরিমাণের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তির রূপান্তর ঘটে কোন শক্তি থেকে?

ক. তড়িৎশক্তি খ. তাপশক্তি

গ. রাসায়নিক শক্তি ঘ. যান্ত্রিক শক্তি

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

১৩. 4kg ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ২০ মিটার ওপরে তুললে বিভব শক্তি কত হবে?

ক. 5J খ. 80J

গ. 784J ঘ. 33.8J

১৪. অলিয়াম শব্দের অর্থ কী?

ক. তেল খ. গ্যাস

গ. পাথর ঘ. তরল

১৫. কাজের মাত্রা কোনটি?

ক. ML2T3 খ. ML2T2

গ. ML2T-3 ঘ. ML2T-2

১৬. কর্মদক্ষতার একক কী?

ক. ওয়াট খ. জুল

গ. নিউটন ঘ. নেই

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৯.ঘ ১০.ঘ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪