Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

টিভিতে দুপুর আড়াইটায় করোনাসংক্রান্ত বুলেটিন প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে স্বপন সঙ্গে সঙ্গে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে উক্ত খবর লাইভ দেখতে লাগল।

২১. স্বপন যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য—

i. এ কনটেন্ট মোবাইল ফোনে ব্যবহারযোগ্য

ii. এতে লিখিত তথ্যের পরিমাণ বেশি

iii. এ কনটেন্টে অ্যানিমেশন যোগ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. ই-বই বলতে কী বোঝায়?

ক. ইন্টারনেট

খ. পত্রিকার অনলাইন ভার্সন

গ. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ

ঘ. ব্লগ পোস্ট

২৩. শব্দ বা অডিও আকারের সব কনটেন্ট কোন প্রকারের অন্তর্ভুক্ত?

ক. ভিডিও খ. অডিও

গ. টেক্সট ঘ. পিকচার

২৪. কোনটি অডিও কনটেন্ট?

ক. ইন্টারনেট

খ. কার্টু​ন

গ. ইনফো–গ্রাফিকস

ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট

২৫. ইনফো–গ্রাফিকস কিসের উদাহরণ?

ক. ছবি

খ. টেক্সট

গ. ভিডিও স্ট্রিমিং

ঘ. অ্যানিমেশন

২৬. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?

ক. শ্বেতপত্র খ. অডিও

গ. ছবি ঘ. ভিডিও

২৭. নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?

ক. ভিডিও ফাইল খ. অডিও ফাইল

গ. লিখিত ফাইল ঘ. কম্পিউটারের ফাইল

২৮. ই-বুক-এর পূর্ণ রূপ কী?

ক. ইলেকট্রনিকস বুক

খ. ইলেকট্রো বুক

গ. ইন্টারনেট বুক

ঘ. ইলেকট্রনিক বুক

২৯. কোন ধরনের বইয়ে অ্যানিমেশন যুক্ত করা যায়?

ক. পাঠ্যবইয়ে খ. ই-বুকে

গ. গল্পের বইয়ে ঘ. বিজ্ঞানের বইয়ে

৩০. ই-বুকের সবচেয়ে বড় সুবিধা কী?

ক. কম খরচ

খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা

গ. সকল বইয়ের ই-বুক ভার্সন পাওয়া

ঘ. অ্যানিমেশন যোগ করার সুবিধা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.ঘ ২৯.খ ৩০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা