Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কী সৃষ্টি হয়েছে?

ক. সূর্য খ. বৃহস্পতি

গ. সৌরজগৎ ঘ. বিশ্বজগৎ

২. কোনটি শনি গ্রহের উপগ্রহ?

ক. ক্যাপিটাস খ. গ্যানিমেড

গ. ইউরোপা ঘ. ক্যাপলিস্টো

৩. কোনটি বৃহস্পতির উপগ্রহ?

ক. ক্যাপিটাস খ. এরিয়েল

গ. নেরাইড ঘ. গ্যানিমেড

৪. নেপচুনের উপগ্রহ কয়টি?

ক. ১৪টি খ. ১৫টি

গ. ১৬টি ঘ. ২২টি

৫. কত তারিখে পৃথিবীর সর্বত্র দিবা–রাত্রি সমান হয়?

ক. ২১ মার্চ খ. ২১ জুন

গ. ২৩ অক্টোবর ঘ. ২২ ডিসেম্বর

৬. জোয়ার–ভাটা অর্থনীতিতে প্রভাব ফেলে—

i. নদীর আবর্জনা পরিষ্কার করে

ii. নদীর মোহনায় পলি জমা হয় না

iii. নদীখাত গভীর হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. জোয়ার ও ভাটা কত সময় পরপর হয়?

ক. ৪ ঘণ্টা ৩৩ মিনিট

খ. ৫ ঘণ্টা ১৩ মিনিট

গ. ৫ ঘণ্টা ৫৩ মিনিট

ঘ. ৬ ঘণ্টা ১৩ মিনিট

৮. ৬০° পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?

ক. ১২০° পূর্ব খ. ১২০° পশ্চিম

গ. ১২০° উত্তর ঘ. ১২০° দক্ষিণ

৯. সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে?

ক. হিলিয়াম

খ. হাইড্রোজেন

গ. নাইট্রোজেন

ঘ. কার্বন ডাই–অক্সাইড

১০. প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে, সে সময়কে কী বলে?

ক. সকাল খ. গোধূলি

গ. ছায়াবৃত্ত ঘ. ঊষা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.গ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা