Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৭. প্রশ্ন: নতুন শিল্প বিকাশের ক্ষেত্রে জনসম্পদকে কীভাবে কাজে লাগানো যায়?

উত্তর: নতুন শিল্পের বিকাশের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত জনসম্পদকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া যায়। যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে। যেমন যন্ত্রপাতি শিল্প।

Also Read: বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

৮. প্রশ্ন: জনসংখ্যা সমস্যার সমাধানগুলো কী?

উত্তর: জনসংখ্যা সমস্যার সমাধান করতে নিচের বিষয়গুলোর উন্নয়ন প্রয়োজন। যেমন— খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতার উন্নয়ন, বাণিজ্যিক ভারসাম্য।

৯. প্রশ্ন: অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে?

উত্তর: আমাদের মৌলিক চাহিদার মধ্যে প্রধান হচ্ছে খাদ্য। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কয়েক বছর আগেও প্রায় ২৫ লাখ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সবার জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে উপকৃত হতে পারে। যেমন—

ক. বাংলাদেশে আর খাদ্যঘাটতি থাকবে না এবং খাদ্য আমদানি করতে হবে না।

খ. দেশ আর্থিকভাবে লাভবান হবে এবং উন্নয়নের দিকে ধাবিত হবে।

গ. খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি শিক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠবে।

ঘ. খাদ্য আমদানিতে যে অর্থ ব্যয় হতো সেটি নিজের দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠায় ব্যবহার করা সম্ভব হবে।

ঙ. শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দারিদ্র্য দূর হবে।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

Also Read: বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি