Thank you for trying Sticky AMP!!

ভূগোল ও পরিবেশ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. কোন রেখা থেকে পূর্ব ও পশ্চিমের অবস্থান জানা যায়?

ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা

গ. অক্ষরেখা ঘ. সমাক্ষরেখা

১২. ‘নীহারিকা’র ইংরেজি শব্দ কী?

ক. Meteor খ. Nebulae

গ. Comet ঘ. Milky way

১৩. বিজ্ঞানীদের মতে ছায়াপথ কেমন?

ক. উপবৃত্তাকার মণ্ডল

খ. সর্পিলাকার মণ্ডল

গ. চক্রাকার মণ্ডল

ঘ. সরলরৈখিক মণ্ডল

১৪. ‘Orion’ কী?

ক. ক্যাসিওপিয়া খ. আদমসুরত

গ. লঘুসপ্তর্ষি ঘ. এরিডানাস

১৫. নীহারিকাসমূহ কোন পদার্থে পূর্ণ রয়েছে?

ক. গ্যাসীয় খ. কঠিন

গ. তরল ঘ. পাথুরে

Also Read: ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

১৬. উত্তর মেরুতে ঠিক মাথার ওপর ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?

ক. ০° খ. ৯০°

গ. ১৮০° ঘ. ৩৬০°

১৭. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাইয়ের দূরত্ব কত আলোকবর্ষ?

ক. ৩.২ খ. ৪.২

গ. ৪.৮ ঘ. ৫.২

১৮. উল্কার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক. Comet খ. Stars

গ. Meteor ঘ. Nebulae

১৯. ধূমকেতু কী?

ক. জ্যোতিষ্ক খ. সৌরজগৎ

গ. গ্রহ ঘ. নক্ষত্র

২০. কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?

ক. বুধ ও মঙ্গল খ. বুধ ও শনি

গ. বুধ ও শুক্র ঘ. শুক্র ও নেপচুন

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি