Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৭১. চুক্তিতে অনুল্লেখ থাকলে কত হারে অংশীদারি কারবারের অংশীদারদের ঋণের ওপর সুদ ধার্য হবে?

ক. ৬% হারে খ. ব্যাংক হারে

গ. ৯% হারে ঘ. ১০% হারে

৭২. অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি?

ক. অসীম দায়

খ. মূলধনের স্বল্পতা

গ. ব্যক্তিগত দ্বন্দ্ব

ঘ. অদক্ষ ব্যবস্থাপনা

৭৩. কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি?

ক. চুক্তিপত্র

খ. নিয়ন্ত্রণপত্র

গ. অনুমতিপত্র

ঘ. ট্রেড লাইসেন্স

৭৪. অংশীদারি ব্যবসায় পরিচালনায় অংশীদারদের দায়–দায়িত্বের পরিধি কতটুকু?

ক. সসীম খ. অসীম

গ. আংশিক ঘ. অর্ধেক

৭৫. অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?

ক. ২ জন খ. ৭ জন

গ. ১০ জন ঘ. ২০ জন

৭৬. ব্যাংকিং ব্যবসায়ের উদ্দেশ্যে গঠিত প্রাইভেট কোম্পানিতে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?

ক. ২ জন খ. ৭ জন

গ. ১০ জন ঘ. ২০ জন

৭৭. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

ক. ২ খ. ৭

গ. ১০ ঘ. ২০

৭৮. চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদেরও মুনাফা বণ্টন করা হয় কীভাবে?

ক. মূলধন অনুপাতে

খ. সমান অনুপাতে

গ. যোগ্যতা অনুপাতে

ঘ. পরিচালনায় কর্মদক্ষতা অনুপাতে

৭৯. কোনোরূপ চুক্তির অবর্তমানে অংশীদারদের কর্তৃক কারবারে সরবরাহকৃত মূলধনের ওপর সুদের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে?

ক. মূলধন অনুপাতে সুদ ধার্য হবে

খ. ৬% সুদ ধার্য হবে

গ. সুদ ধার্য করা ঐচ্ছিক

ঘ. সুদ প্রদেয় হবে না

৮০. অংশীদারি চুক্তিতে উত্তোলনের ওপর সুদ ধার্যের কথা উল্লখ না থাকলে সুদের হার কত হবে?

ক. ৬.৫% খ. ৬%

গ. ৫.৫% ঘ. ০%

সঠিক উত্তর

অধ্যায় ২: ৭১.ক ৭২.ক ৭৩.ক ৭৪.খ ৭৫.ক ৭৬.গ ৭৭.ঘ ৭৮.খ ৭৯.খ ৮০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)