Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৪১. মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট হয়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪২. পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে কোনটি?

ক. হৃৎপিণ্ড খ. শিরা

গ. ধমনি ঘ. কৈশিক জালিকা

৪৩. অ্যাট্রিয়ামের অপর নাম কী?

ক. অলিন্দ খ. নিলয়

গ. ধমনি ঘ. শিরা

৪৪. ভেন্ট্রিকলের অপর নাম কী?

ক. অলিন্দ খ. নিলয়

গ. ধমনি ঘ. শিরা

৪৫. শিরার উৎপত্তিস্থল কোথায়?

ক. কৈশিক জালিকা

খ. কৈশিক ধমনি

গ. ধমনি

ঘ. উপশিরা

৪৬. হৃদ্যন্ত্রের সংকোচনকে কী বলে?

ক. সিস্টোল খ. ডায়াস্টোল

গ. ডায়ালাইসিস ঘ. থ্রম্বোসিস

৪৭. স্বাভাবিক অবস্থায় সিস্টোলিক চাপ কত?

ক. ১১০-১৪০ মিমি

খ. ৬০-৯০ মিমি

গ. ১২০-২৮০ মিমি

ঘ. ১৩০-১৯০ মিমি

৪৮. মানুষের রক্তের লোহিত কণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়—এটা কে আবিষ্কার করেন?

ক. অ্যাইজাক নিউটন

খ. মাদাম কুরি

গ. গ্রেগর জোহান মেন্ডেল

ঘ. কার্ল ল্যান্টস্টেইনার

৪৯. বাম নিলয়ের সঙ্গে কয়টি পালমোনারি শিরা যুক্ত থাকে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৫০. অক্সিজেনসমৃদ্ধ রক্ত কিসের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে?

ক. মহাধমনি খ. মহাশিরা

গ. ফুসফুসীয় শিরা ঘ. নিম্ন মহাশিরা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.ক ৪৭.ক ৪৮.ঘ ৪৯.গ ৫০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)