Thank you for trying Sticky AMP!!

পরীক্ষারত একজন শিক্ষার্থী

গণিতের শেষ সময়ের প্রস্তুতি - এসএসসি পরীক্ষা ২০২৪

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা খুবই নিকটবর্তী। গণিত বিষয়ে তোমাদের প্রস্তুতি কেমন? ২০২০ সালের পর ২০২৪ সালে আবার পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা হতে চলছে। অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসের রিভিশন শেষ করতে তোমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে।

আমরা ক্লাসে সাধারণত তিন ধরনের শিক্ষার্থী দেখতে পাই। এক. অগ্রসর শিক্ষার্থী, যারা পাঠ্যবইয়ের সব বিষয় ও সূত্র আত্মস্থ করতে পারে এবং যেকোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। দুই. মাঝারি প্রস্তুতির শিক্ষার্থী, যারা বইয়ের প্রায় সব বিষয় আত্মস্থ করতে পারে কিন্তু কিছু কিছু বিষয়ে আটকে যায়। তিন. পিছিয়ে পড়া শিক্ষার্থী, যাদের বইয়ের বিষয়বস্তু খুব একটা আয়ত্তে আসেনি। ফলে তারা খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারেনি।

তো তোমাদের পরীক্ষা যেহেতু একেবারেই নিকটে চলে এসেছে এবং এ সময় নতুন করে বুঝে পড়া আর অনেক বেশি অনুশীলন করার তেমন সুযোগ নেই, তাই এই তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য আমি তিনটি পরামর্শ দেব, যাতে অন্তত তোমরা কেউ গণিতে ফেল না করো এবং একই সঙ্গে গণিতের ভিত্তিও মজবুত হয়।

১. অগ্রসর শিক্ষার্থী

তোমরা যারা গণিতে ৯০ থেকে ১০০ নম্বর পেতে প্রত্যাশী, তারা—

  • পাঠ্যবইয়ের সব অধ্যায়ের সব উদাহরণ, সব কাজ ও সব অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান করবে।

  • খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশে বেশি অনুশীলন করতে হবে।

  • বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১০০% নম্বর পেতে হলে সব সূত্র মুখস্থ রেখে শর্টকার্ট ক্যালকুলেশন পদ্ধতি আয়ত্ত করতে হবে এবং ক্যালকুলেটরের ব্যবহার শিখতে হবে, যাতে করে স্বল্প সময়ে সব কটি এমসিকিউয়ের সঠিক উত্তর নির্ণয় করা যায়।

Also Read: এসএসসি ২০২৪ পরীক্ষার রুটিন

২. মাঝারি প্রস্তুতির শিক্ষার্থী

তোমরা যারা গণিতে এ থেকে এ প্লাস অর্থাৎ ৭০ থেকে ৮০ নম্বর পেতে চাও, তারা সব কটি অধ্যায় না পারলেও অন্তত নিচের অধ্যায়গুলো আয়ত্ত করতে পারো।

  • ২য়, ৩য়, ৪র্থ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১শ, ১২শ, ১৩দশ, ১৬শ ও ১৭দশ

  • বহুনির্বাচনির (এমসিকিউ) জন্য সব অধ্যায়ের সূত্রগুলো আয়ত্ত করে বেশি বেশি অনুশীলন করতে হবে।

৩. পিছিয়ে পড়া শিক্ষার্থী

তোমরা যারা গণিতে খুব বেশি দুর্বল, যারা গণিতকে ভয় পাচ্ছ, তাদের জন্য আমার নির্দেশনা হলো, সংক্ষিপ্তভাবে প্রস্তুতি নেওয়া। এ ক্ষেত্রে নিম্নোক্ত অধ্যায়গুলোয় গুরুত্ব দিয়ে দেখতে পারো—

  • ক বিভাগ: ২ য়, ৩য়, ১১শ ও ১৩দশ অধ্যায়

  • খ বিভাগ: ৭ম ও ৮ম অধ্যায়ের সম্পাদ্যসমূহ

  • গ বিভাগ: ১০ম অধ্যায়

  • ঘ বিভাগ: ১৭শ অধ্যায়

তোমাদের সবার জন্য শুভকামনা।


মোহাম্মদ মোজাম্মেল হক মিয়াজী, সিনিয়র শিক্ষক, হোমনা সরকারি উচ্চবিদ্যালয়, হোমনা, কুমিল্লা

Also Read: দাখিল ২০২৪ পরীক্ষার রুটিন