Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?

ক. ষষ্ঠ খ. পঞ্চম

গ. চতুর্থ ঘ. তৃতীয়

২২. হিসাব কার্যক্রমের ধাপ বা হিসাব চক্র অনুযায়ী কোনটি সঠিক?

ক. রেওয়ামিল—খতিয়ান—জাবেদা

খ. খতিয়ান—রেওয়ামিল—জাবেদা

গ. জাবেদা—রেওয়ামিল—খতিয়ান

ঘ. জাবেদা—খতিয়ান—রেওয়ামিল

২৩. হিসাবচক্রের সমন্বয় দাখিলা কোনটির পর দেওয়া হয়?

ক. রেওয়ামিলের খ. খতিয়ানের

গ. সপ্তমটির ঘ. দশমটির

২৪. হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ কোনটি?

ক. প্রথমটি খ. দ্বিতীয়টি

গ. সপ্তমটি ঘ. দশমটি

২৫. কার্যপত্র তৈরি করা হয় কখন?

ক. আর্থিক বিবরণী প্রস্তুতের পর

খ. রেওয়ামিল প্রস্তুতের পূর্বে

গ. আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে

ঘ. সমন্বয় দাখিলার পূর্বে

২৬. হিসাবচক্রের কোন ধাপে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়?

ক. লেনদেন শনাক্তকরণ

খ. লেনদেন বিশ্লেষণ

গ. জাবেদাভুক্তকরণ

ঘ. খতিয়ানে স্থানান্তর

২৭. হিসাবচক্রের সবশেষ ধাপ কোনটি?

ক. হিসাব পরবর্তী রেওয়ামিল

খ. সমন্বয় দাখিলা

গ. কার্যপত্র

ঘ. সমাপনী দাখিলা

২৮. একতরফা দাখিলায় কোনটি প্রয়োগের মাধ্যমে লাভ–লোকসান নির্ণয় করা হয়?

ক. (সমাপনী মূলধন+উত্তোলন)-(প্রারম্ভিক-অতিরিক্ত মূলধন)

খ. (সমাপনী মূলধন-উত্তোলন)-(প্রারম্ভিক অতিরিক্ত মূলধন)

গ. (সমাপনী মূলধন+উত্তোলন)-প্রারম্ভিক+অতিরিক্ত

ঘ. (সমাপনী মূলধন-উত্তোলন)-(প্রারম্ভিক-অতিরিক্ত মূলধন)

২৯. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো?

i. দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে

ii. দাতার হিসাব ডেবিট ও গ্রহীতার হিসাব ক্রেডিট হবে

iii. মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন, কারণ এ পদ্ধতিতে—

i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়

ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়

iii. এতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.খ ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫.ক ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.ঘ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা