Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মাসি-পিসি

২৬. ‘মাসি-পিসি’ গল্পের একটি অন্যতম দিক কী?

ক. সমাজ শোষণ

খ. নারী নির্যাতন

গ. নারীর ব্যক্তিত্ব চেতনা

ঘ. স্বাধীনচেতা মানুষ

২৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোটগল্প কোনটি?

ক. সরীসৃপ খ. হারানের নাতজামাই

গ. টিকটিকি ঘ. অতসী মামী

২৮. ‘মাসি-পিসি’ গল্পের বৈচিত্র্যময় দিক হলো—

i. দুর্ভিক্ষের মর্মস্পর্শস্মৃতি

ii. প্রকৃতির প্রতি নিবিড়তা

iii. মানবিক জীবনসংগ্রাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. কত বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় ‘মাসি-পিসি’ গল্পটি প্রকাশিত হয়?

ক. ১৩৪৬ বঙ্গাব্দে খ. ১৩৫২ বঙ্গাব্দে

গ. ১৩৬৫ বঙ্গাব্দে ঘ. ১৩৯৫ বঙ্গাব্দে

৩০. বাইরে থেকে কার হাঁক আসে?

ক. গোকুলের

খ. কানাই চৌকিদারের

গ. সরকার বাবুর

ঘ. পেয়াদার

Also Read: জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

৩১. স্বামী পরিত্যক্ত মোমেনা বেগম কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। মোমেনা বেগম নিচের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়?

ক. আহ্লাদি খ. বুড়ি

গ. মাসি-পিসি ঘ. দিগম্বরী

৩২. জগু মামলা করবে কেন?

ক. মাসি-পিসিকে ভয় দেখাতে

খ. বউকে নেওয়ার জন্য

গ. জমি রক্ষা করতে

ঘ. বউকে ভয় দেখাতে

৩৩. নিচের কোনটির সঙ্গে মাসি-পিসির সম্পর্ক রয়েছে?

ক. চায়ের দোকান খ. মন্দির

গ. স্কুল মাঠ ঘ. সালতি

সঠিক উত্তর

মাসি-পিসি: ২৬.গ ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.খ ৩১.গ ৩২.খ ৩৩.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪