Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (২১-২৮) : অধ্যায় ৬ | জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

২১. সর্বজনীন রক্তদাতা গ্রুপ কোনটি?

ক. A খ. B

গ. AB ঘ. O

২২. একজনের রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু a, b অ্যান্টিবডি আছে। সে—

i. রক্ত নিতে পারবে AB গ্রুপ থেকে

ii. রক্ত নিতে পারবে O গ্রুপ থেকে

iii. রক্ত দিতে পারবে সব গ্রুপকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?

ক. সিস্টোল খ. ডায়াস্টোল

গ. এক্সপানশন ঘ. কনট্রাকশন

২৪. CO2 সমৃদ্ধ রক্ত কোথায় পরিশোধিত হয়?

ক. হৃৎপিণ্ডে খ. যকৃতে

গ. ফুসফুসে ঘ. বৃক্কে

২৫. ধমনির প্রাচীর কত স্তরবিশিষ্ট?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ৩ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

২৬. প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?

ক. অ্যানিমিয়া খ. লিউকেমিয়া

গ. একলামশিয়া ঘ. অস্টিওম্যালেশিয়া

২৭. মানুষের রক্তে কত ভাগ LDL থাকে?

ক. ৪৫% খ. ৬০%

গ. ৬৫% ঘ. ৭০%

২৮. পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ?

ক. খাদ্যকণা খ. খাদ্যের অজৈব অংশ

গ. কোলেস্টেরল ঘ. অপাচ্য খাদ্য

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ৩ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪