Thank you for trying Sticky AMP!!

জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

২১. ‘Plasmodium vivax’–এর সুপ্তকাল কত দিন?

ক. ৮–২৫ দিন খ. ১১–১৬ দিন

গ. ১২–২০ দিন ঘ. ১৫–৩০ দিন

২২. ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশা দেখা যায়?

ক. মেরোজয়েট

খ. স্পোরোজয়েট

গ. ক্রিপ্টোমেরোজয়েট

ঘ. ক্রিপ্টোজয়েট

২৩. ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষের—

i. রক্তশূন্যতা দেখা দেয়

ii. প্লীহা বড় হয়ে যায়

iii. বারবার পাতলা পায়খানা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়—

i. তেল অপসারণে

ii. অ্যাসিটোন তৈরিতে

iii. ভিটামিন তৈরিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ডেঙ্গু রোগের লক্ষণ—

i. চোখের সাদা অংশ হলুদ হওয়া

ii. চামড়ায় ছোট ছোট লাল ফুসকুড়ি

iii. পুরো শরীরে ব্যথা অনুভব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

২৬. ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থা কোনটি?

ক. সাইজন্ট খ. উতওসিস্ট

গ. ট্রোফোজয়েট ঘ. স্পোরোজয়েট

২৭. প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া অন্তঃরেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। এ অন্তঃরেণু—

i. গোলাকার বা ডিম্বাকার ধরনের

ii. পুরু প্রাচীর দিয়ে আবৃত

iii. অঙ্কুরিত হয়ে দুটি অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.ক ২৭.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪