Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৩: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত কী শোষণ করে?

ক. লবণ খ. সালফার

গ. পুষ্টিকণিকা ঘ. খনিজ লবণ

২. উদ্ভিদ শোষিত পানি কী আকারে দেহ থেকে বের করে দেয়?

ক. অক্সিজেন

খ. বাষ্প

গ. কার্বন ডাই-অক্সাইড

ঘ. পানি

৩. তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুর চলন কেমন হয়?

ক. সহজ খ. দ্রুত

গ. ধীরগতি ঘ. মাঝারি ধরনের

৪. অণুর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের কী বন্ধ হয়ে যায়?

ক. ব্যাপন খ. অভিস্রবণ

গ. প্রস্বেদন ঘ. শ্বসন

৫. জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য কী ব্যবহৃত হয়?

ক. অক্সিজেন

খ. পানি

গ. কার্বন ডাই–অক্সাইড

ঘ. সূর্যের আলো

৬. একটি ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে কার সহায়তা লাগে?

ক. ব্যাপন খ. অভিস্রবণ

গ. প্রস্বেদন ঘ. শ্বসন

৭. বেশির ভাগ কলয়েডধর্মী পদার্থ কেমন?

ক. পানিধর্মী খ. পানিশোষিত

গ. শুকনা ঘ. আর্দ্র

৮. প্রস্বেদনের ফলে উদ্ভিদ কিসের চাপ থেকে মুক্ত হয়?

ক. শ্বসনের খ. অতিরিক্ত পানির

গ. খাবার ঘ. অভিস্রবণের

৯. কোন গাছের কাণ্ড ও মধ্য শিরা স্বচ্ছ?

ক. থানকুনি খ. পাথরকুচি

গ. পেপারোমিয়া ঘ. শানকুনি

১০. কিসের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়?

ক. শ্বসন খ. জাইলেম

গ. ফ্লোয়েম ঘ. শিরা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.খ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.খ ৯.গ ১০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা