Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬১. অ্যালজি কী?

ক. শ্যাওলা খ. ছত্রাক

গ. মস ঘ. ঘাস

৬২. অ্যালজির প্রধান উপকরণ কোনটি?

ক. ঘাস খ. মাষকলাই

গ. ইউরিয়া ঘ. টিএসপি

৬৩. ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য কোন স্তরে নিহিত?

ক. ১০–১৫ সেমি গভীর

খ. ১৫–১৮ সেমি গভীর

গ. ১৮–২০ সেমি গভীর

ঘ. ২০–২২ সেমি গভীর

৬৪. গম চাষের উপযুক্ত সময় কোনটি?

ক. চৈত্র

খ. বর্ষা

গ. কার্তিক–মধ্য অগ্রহায়ণ

ঘ. চৈত্র–ফাল্গুন

৬৫. আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মোট খরচে খাদ্যের খরচ কত ভাগ?

ক. ৩০ খ. ৩৫

গ. ৪০ ঘ. ৬০

৬৬. বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শতকরা কত থাকলে খাদ্যে ছত্রাক বা পোকা জন্মাতে পারে?

ক. ৩৫% খ. ৬৫%

গ. ৭৫% ঘ. ৮৫%

৬৭. খাদ্যে কত তাপমাত্রায় পোকামাকড় জন্মাতে পারে?

ক. ১৫–২৫০ সে. খ. ২৬–৩০০ সে.

গ. ২৭–৩২০ সে. ঘ. ৩০–৩৫০ সে.

৬৮. অ্যালজিতে প্রচুর পরিমাণে কী থাকে?

ক. ভিটামিন সি খ. ভিটামিন কে

গ. স্নেহ ঘ. আমিষ

৬৯. মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষাকারী ফসল কোনটি?

ক. মসুর খ. খেসারি

গ. ধান ঘ. গম

৭০. কোনটি মাছের প্রাণিজাত খাদ্য?

ক. চিটাগুড় খ. খুদিপানা

গ. তিলের খৈল ঘ. ফিশমিল

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.ক ৬২.খ ৬৩.খ ৬৪.গ ৬৫.ঘ ৬৬.খ ৬৭.খ ৬৮.ক ৬৯.খ ৭০.ঘ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা

Also Read: এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)