Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৫৬. পৃথিবীতে সন্ধানকৃত জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে কয়টি প্রশান্ত মহাসাগর বলয়ে অবস্থিত?

ক. ২৮০টি খ. ৩২৯টি

গ. ৪২১টি ঘ. ৮৫০টি

৫৭. কোন অগভীর সাগর হতে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে?

ক. পারস্য সাগর খ. আন্দামান সাগর

গ. লোহিত সাগর ঘ. টেথিস সাগর

৫৮. পাত সঞ্চালনের ফলে সৃষ্টি হতে পারে—

i. ভূমিকম্প

ii. আহ্নিক গতি

iii. পাহাড়ের ভূমিধস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. পদ্মার উপনদী কোনটি?

ক. মধুমতী খ. গড়াই

গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা

নিচের উদ্দীপকের আলোকে ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৬০. উদ্দীপকের ‘খ’ অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?

ক. প্লাবন সমভূমি খ. পলল পাখা

গ. স্রোতজ সমভূমি ঘ. বদ্বীপ সমভূমি

Also Read: পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

৬১. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল?

i. সঞ্চয়কার্য

ii. বহনকার্য

iii. ক্ষয়কার্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৫৬.গ ৫৭.ঘ ৫৮.খ ৫৯.ঘ ৬০.ক ৬১.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪