Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. লেনদেনসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ৩ ভাগ খ. ২ ভাগ

গ. ৪ ভাগ ঘ. ৫ ভাগ

১২. অদৃশ্যমান লেনদেন কোনটি?

ক. বেতন দেওয়া

খ. তছরুপ হওয়া

গ. অবচয়

ঘ. কমিশন পাওয়া

১৩. প্রতিটি লেনদেন প্রভাবিত করে কোনটিকে?

ক. হিসাবরক্ষণকে

খ. হিসাবনীতিকে

গ. হিসাব সমীকরণকে

ঘ. দুই তরফা দাখিলাকে

১৪. লেনদেনের বৈশিষ্ট্য কয়টি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

১৫. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, কিসের বৈশিষ্ট্য?

ক. লেনদেন খ. জাবেদা

গ. খতিয়ান ঘ. হিসাব

১৬. হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটি?

ক. A = L-E খ. A = L+E

গ. L = L-E ঘ. A = O+E

১৭. ব্যবসায়ের সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি কী?

ক. দায় খ. সম্পদ

গ. আয় ঘ. মালিকানাস্বত্ব

১৮. লেনদেন হতে পারে—

i. দৃশ্যমান

ii. অদৃশ্যমান

iii. সহজ ও কঠিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. সঠিক সমীকরণ কোনটি?

ক. A = L+ (C-R+E-D)

খ. A = L+ (C+R-E+D)

গ. A = L+ (C+R-E-D)

ঘ. A = L+ (C-R+E+D)

২০. ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা, এর দ্বারা ব্যবসায়ের কী পরিবর্তিত হয়েছে?

ক. দায় ও ব্যয় খ. সম্পদ ও দায়

গ. আয় ও দায় ঘ. সম্পদ ও আয়

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.খ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.খ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

Also Read: এসএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)