Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৯)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৩১. কাজী নজরুল ইসলাম তাঁর কুড়ি বছরের সৃষ্টিশীল জীবনে কতটি গান লিখেছেন?

ক. প্রায় দুই হাজারের মতো

খ. প্রায় তিন হাজারের মতো

গ. প্রায় পাঁচ হাজারের মতো

ঘ. প্রায় ছয় হাজারের মতো

৩২. বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে এটিকে কী বলে ?

ক. সাংস্কৃতিক আদর্শ

খ. সাংস্কৃতিক ব্যাপ্তি

গ. সাংস্কৃতায়ন

ঘ. সাংস্কৃতিক আত্তীকরণ

৩৩. সংস্কৃতির ধর্ম কী?

ক. পরিবর্তন খ. অপরিবর্তন

গ. উন্নয়ন ঘ. নতুন কিছু সৃষ্টি

৩৪. আমাদের এই দেশ কী মাটিতে গড়া?

ক. পলিমাটি খ. এঁটেলমাটি

গ. বালিমাটি ঘ. পাহাড়ি মাটি

৩৫. ছোট সোনা মসজিদ, নবাব কাটরা কোন আমলের স্থাপত্য নিদর্শন ?

ক. সুলতানি আমলের

খ. মোঘল আমলের

গ. ব্রিটিশ আমলের

ঘ. পাকিস্তানি আমলের

৩৬. কোন সমাজে পুঁথি সাহিত্যের কদর ছিল?

ক. মুসলমান খ. মারমা

গ. বৌদ্ধ ঘ. ত্রিপুরা

৩৭. পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?

ক. নেপালের গ্রন্থাগার থেকে

খ. নেপালের জেলখানা থেকে

গ. চীনের রাজদরবার থেকে

ঘ. নেপালের রাজদরবার থেকে

৩৮. শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?

ক. সুলতানি আমলে খ. মোগল আমলে

গ. পাল আমলে ঘ. সেন আমলে

৩৯. কার লেখা অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়?

ক. ভারতচন্দ্রের খ. ঘনরামের

গ. মুকুন্দরামের ঘ. বিজয় গুপ্তের

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক

আতিকুর রহমান, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা