Thank you for trying Sticky AMP!!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আলফা কোম্পানির দুই নিরাপত্তা কর্মকর্তা একে অপরের সঙ্গে একটি যন্ত্রের মাধ্যমে কথা বলছেন, তবে একই সঙ্গে নয়।

৩৪. উদ্দীপকে উল্লিখিত দুই ব্যক্তি কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করছেন?

ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স

গ. ফুল ডুপ্লেক্স ঘ. ব্রডকাস্ট

৩৫. একই সঙ্গে যোগাযোগ করতে হলে তাঁদের দরকার—

i. মোবাইল

ii. টেলিফোন

iii. রেডিও

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. কোনটি মাল্টিকাস্টের উদাহরণ?

ক. ওয়াকিটকি খ. টেলিফোন

গ. মোবাইল ঘ. ভিডিও কনফারেন্স

৩৭. গ্রুপ SMS কী?

ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট

গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট

৩৮. ডেটা কমিউনিকেশনে মিডিয়া হলো—

i. অপটিক্যাল ফাইবার

ii. টুইস্টেড পেয়ার কেব্​ল

iii. মডেম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ডেটা কমিউনিকেশনে গাইডেড মিডিয়া হলো—

i. অপটিক্যাল ফাইবার

ii. তারমাধ্যম

iii. মাইক্রোওয়েভ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. টুইস্টেড পেয়ার কেব্​লকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

৪১. নিচের কোনটি স্বল্প দূরত্বে নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়?

ক. কো-এক্সিয়াল কেব্​ল

খ. টুইস্টেড পেয়ার কেব্​ল

গ. অপটিক্যাল ফাইবার কেব্​ল

ঘ. স্যাটেলাইট

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.ক ৪১.খ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা