Thank you for trying Sticky AMP!!

জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

৮০. রুই মাছের কানকুয়ার পেছনের পাখনাকে কী বলা হয়?

ক. শ্রোণি পাখনা খ. পৃষ্ঠীয় পাখনা

গ. বক্ষ পাখনা ঘ. পায়ু পাখনা

৮১. ঘাসফড়িংয়ের দেহখণ্ডের কাইটিন নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতকে কী বলে?

ক. প্লুরাইট খ. স্ক্লেরাইট

গ. স্টার্নাইট ঘ. টারগাইট

৮২. কোনটি ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ?

ক. ক্ষেপণ নালি খ. শুক্রনালি

গ. শুক্রধানী ঘ. শুক্রথলি

৮৩. নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায়?

ক. Hydra খ. Taenia

গ. Copsychus ঘ. Panthera

৮৪. রুই মাছে কয় ধরনের যুগ্ম পাখনা থাকে?

ক. ২ ধরনের খ. ৩ ধরনের

গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের

৮৫. ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি?

ক. কোনো শ্যাফট থাকে না

খ. বার্ব ও বার্বিউল উপস্থিত

গ. সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা বিদ্যমান

ঘ. সূত্রকের অগ্রভাগ বদ্ধ

৮৬. কোন ধরনের নেমোটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত?

ক. পেনিট্র্যান্ট

খ. ভলভেন্ট

গ. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট

ঘ. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট

৮৭. রুই মাছে প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৮৮. রুই মাছের কানকোর ঠিক পেছনে অবস্থিত পাখনা জোড়ার নাম কী?

ক. শ্রোণি পাখনা খ. পায়ুপাখনা

গ. বক্ষপাখনা ঘ. পুচ্ছপাখনা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৮০.গ ৮১.খ ৮২.গ ৮৩.ক ৮৪.ক ৮৫.ঘ ৮৬.গ ৮৭.গ ৮৮.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা