Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (১৯-২৮) : অধ্যায় ৪ | ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

১৯. কোন মূল্য জানা থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায়?

ক. ভবিষ্যৎ খ. অতীত

গ. শতকরা ঘ. চক্রবৃদ্ধি

২০. FV–কে বাংলায় কী বলে?

ক. বর্তমান মূল্য খ. অতীত মূল্য

গ. মূলধন মূল্য ঘ. ভবিষ্যৎ মূল্য

২১. PV বাংলায় অর্থ কী?

ক. ভবিষ্যৎ মূল্য খ. বর্তমান মূল্য

গ. ঋণপত্র ঘ. শেয়ার

২২. অর্থের কোন মূল্য বাট্টাকরণ পদ্ধতিতে নির্ণয় করা হয়?

ক. ভবিষ্যৎ মূল্য খ. বর্তমান মূল্য

গ. সুদের হার ঘ. সুদ–আসল

২৩. সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে কী পাওয়া যায়?

ক. কিস্তি খ. ভবিষ্যৎ মূল্য

গ. বর্তমান মূল্য ঘ. মেয়াদ

২৪. বর্তমান ও ভবিষ্যৎ অর্থের মধ্যে পার্থক্য ঘটার মূল কারণ কী?

ক. চক্রবৃদ্ধি খ. সুদের হার

গ. বাট্টাকরণ ঘ. কর

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ৮ | ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪

২৫. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায়, তার বর্তমান মূল্য তত কম হয় কেন?

ক. লভ্যাংশ নীতির কারণে

খ. গড় মূলধনী ব্যয়ের কারণে

গ. ঝুঁকি পরিমাপের কারণে

ঘ. অর্থের সময়মূল্যের কারণে

২৬. কোন পদ্ধতিতে একাধিকবার সুদ গণিত হয়?

ক. চক্রবৃদ্ধিকরণ

খ. ঋণ পরিশোধকরণ

গ. বাট্টাকরণ

ঘ. বার্ষিক বৃত্তিকরণ

২৭. অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কী হয়?

ক. বর্তমান মূল্য কমে ও ভবিষ্যৎ মূল্য বাড়ে

খ. ভবিষ্যৎ মূল্য কমে ও বর্তমানে মূল্য বাড়ে

গ. প্রকৃত সুদের হার কমে

ঘ. বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান থাকে

২৮. বাট্টার হার প্রয়োজন হয় কেন?

ক. ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে

খ. নগদ প্রবাহ প্রাক্কলন করতে

গ. বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করতে

ঘ. প্রকল্পের আয়–ব্যয় নির্ণয় করতে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৯.ক ২০.ঘ ২১.খ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৮ | ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪