Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - কৃষিশিক্ষা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. পানির তলদেশে কোন মাছ বাস করে?

ক. কাতলা খ. সিলভারকার্প

গ. রুই ঘ. মৃগেল

২২. কোনটি ‘ফাইটোপ্লাঙ্কটন’?

ক. রুটিকার খ. ড্যাফনিয়া

গ. ক্লোরেলা ঘ. ক্লাডেসিরা

২৩. ‘নেকটন’ বলা হয় কোনটিকে?

ক. শামুক খ. ঝিনুক

গ. ব্যাঙ ঘ. শেওলা

২৪. কোন জলজ উদ্ভিদটি পানির তলদেশে থাকে?

ক. নাজাস খ. হেলেঞ্চা

গ. শাপলা ঘ. আড়াইল

২৫. ‘সিমাজিন’ কোন কাজে ব্যবহার করা হয়?

ক. মাটি শোধনে

খ. পানি পরিশোধনে

গ. আখ-বীজ শোধনে

ঘ. জলজ আগাছা দমনে

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | নিমগাছ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

২৬. কোনটি রাক্ষুসে মাছ?

ক. রুই খ. কাতলা

গ. বোয়াল ঘ. মৃগেল

২৭. অচাষযোগ্য মাছ কোনটি?

ক. রুই খ. মৃগেল

গ. তেলাপিয়া ঘ. পুঁটি

২৮. পুকুরে প্লাঙ্কটন উৎপাদনের জন্য পর্যাপ্ত আলো বাতাস ব্যবস্থা করতে নিয়মিত কি ব্যবহৃত হয়?

ক. চুন খ. সার

গ. খাদ্য ঘ. সেক্কিডিস্ক

২৯. জুপ্লাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হয়?

ক. হলুদাভ খ. বেগুনি

গ. নীলাভ ঘ. বাদামি সবুজ

৩০. আলুর জন্য ক্ষতিকর—

i. নিম্ন তাপমাত্রা

ii. মেঘলা আকাশ

iii. কুয়াশাচ্ছন্ন আবহাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - গার্হস্থ্য বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)