Thank you for trying Sticky AMP!!

জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

৬১. হাইড্রার ধীরগতির চলন কোনটি?

ক. লুপিং খ. গ্লাইডিং

গ. সমারসল্টিং ঘ. সাঁতার

৬২. হাইড্রায় মুকুল তৈরি করে কোন কোষটি?

ক. পুষ্টি কোষ খ. নিডোসাইট কোষ

গ. জনন কোষ ঘ. ইন্টারস্টিশিয়াল কোষ

৬৩. ঘাসফড়িংয়ের ডিম্বাণু কী ধরনের?

ক. মেসোলেসিথাল খ. টেলোলেসিথাল

গ. সেন্ট্রোলেসিথাল ঘ. মাইক্রো-লেসিথাল

৬৪. রুই মাছের আঁইশকে কী বলে?

ক. প্লাকয়েড খ. টিনয়েড

গ. গ্যানয়েড ঘ. সাইক্লয়েড

৬৫. ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কালের অংশ—

i. ভার্টেক্স

ii. স্টাইপস

iii. ক্লাইপিয়াস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. ঘাসফড়িংয়ের প্রতিটি দেহখণ্ডকের শক্ত আবরণকে কী বলে?

ক. সুচার খ. স্টার্নাম

গ. টার্গাম ঘ. স্ক্লেরাইট

৬৭. ঘাসফড়িংয়ের কোন তন্ত্রে টিনিডিয়া পাওয়া যায়?

ক. পরিপাকতন্ত্র খ. রেচনতন্ত্র

গ. শ্বসনতন্ত্র ঘ. প্রজননতন্ত্র

৬৮. রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. O2 যুক্ত রক্ত পাম্প করে

খ. CO2 যুক্ত রক্ত পাম্প করে

গ. O2 ও CO2 যুক্ত রক্ত পাম্প করে

ঘ. মিশ্রিত রক্ত পাম্প করে

৬৯. কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত?

ক. ক্রপ খ. গলবিল

গ. গিজার্ড ঘ. রেক্টাম

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.খ ৬২.ঘ ৬৩.গ ৬৪.ঘ ৬৫.ঘ ৬৬.ঘ ৬৭.গ ৬৮.খ ৬৯.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা