Thank you for trying Sticky AMP!!

ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | নীলনদ আর পিরামিডের দেশ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

নীলনদ আর পিরামিডের দেশ

১. কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?

ক. সুদান খ. সৌদি আরব

গ. ইরান ঘ. মিসর

২. ‘ক্যারাভান’ শব্দটির অর্থ কী?

ক. কাফেলা খ. গাড়ি

গ. উড়োজাহাজ ঘ. মেলা

৩. লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছাল কখন?

ক. সন্ধ্যায় খ. বিকেলে

গ. সকালে ঘ. ভোরে

৪. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে

গ. ১৯০৮ সালে ঘ. ১৯১০ সালে

৫. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কোনটি বেগুনি রং ধারণ করল বলে লেখক উল্লেখ করেছেন?

ক. সুয়েজ বন্দর খ. সুয়েজ খাল

গ. ভূমধ্যসাগর ঘ. নীলাকাশ

৬. লেখকের বর্ণনায় ঘন নীলাকাশ কোনটি মিলে বেগুনি রং ধারণ করল?

ক. সবুজ ও লাল খ. সবুজ ও হলুদ

গ. কালো ও সাদা ঘ. লাল ও নীল

৭. লেখকের বর্ণনায় মন্দমধুর ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছিল?

ক. পিরামিডের পাহাড় থেকে

খ. নীলনদ থেকে

গ. ভূমধ্যসাগর থেকে

ঘ. সুয়েজ বন্দর থেকে

৮. কত মাইল পেরিয়ে ঠান্ডা হাওয়া আসছে বলে লেখক তাঁর রচনায় উল্লেখ করেছেন?

ক. ১০০ মাইল খ. ৯০ মাইল

গ. ৮০ মাইল ঘ. ৭০ মাইল

৯. সূর্য কোথায় অস্ত গেল বলে লেখক ‘নীলনদ আর পিরামিডের দেশ’ রচনায় উল্লেখ করেছেন?

ক. মরুভূমির পেছনে

খ. মরুভূমির সামনে

গ. সুদানের রাস্তায়

ঘ. মিসরের রাস্তায়

১০. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৫ সালে

গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৭ সালে

সঠিক উত্তর

নীলনদ আর পিরামিডের দেশ: ১.ঘ ২.ক ৩.ক ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮. ক ৯.ক ১০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা