Thank you for trying Sticky AMP!!

সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. সমাজবিজ্ঞান অধ্যয়ন সহায়তা করে—

i. সমাজের বাস্তবতা অনুধাবনে

ii. সমাজের রাষ্ট্রব্যবস্থা অনুধাবনে

iii. সমাজের বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কোনো বিষয়ের রূপ, স্বভাব বা পরিচয়কে কী বলে?

ক. সংজ্ঞা খ. প্রকৃতি

গ. বিষয়বস্তু ঘ. পরিধি

২৩. সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক সম্পর্কের—

i. বিজ্ঞানভিত্তিক গবেষণা

ii. বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ

iii. বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. সমাজবিজ্ঞানকে একাধারে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান বলে মনে করেন কে?

ক. অগাস্ট কোঁৎ খ. এমিল ডুখেইম

গ. পোপেনো ঘ. অগবার্ন নিমকফ

২৫. ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন—

i. সামাজিক পরিবর্তন

ii. সামাজিক আচরণ

iii. সমাজ সম্পর্কে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. Ancient Society গ্রন্থটি কার লেখা?

ক. হেনরি মর্গান খ. প্লেটো

গ. ম্যাকাইভার ঘ. ইবনে খালদুন

২৭. Ancient Society গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক. ১৮০০ সালে খ. ১৮৫৯ সালে

গ. ১৮৫৬ সালে ঘ. ১৮৭৭ সালে

২৮. কে জীবদেহের সঙ্গে সমাজের তুলনা করেছেন?

ক. এমিল ডুখেইম

খ. হার্বার্ট স্পেনসার

গ. ডারউইন

ঘ. ইবনে খালদুন

২৯. নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান কী অবলম্বন করে?

ক. মূল্যবোধ খ. আদর্শ

গ. নিরপেক্ষতা ঘ. বাস্তবতা

৩০. ডারউইন জীবজগতের বিবর্তনের ধারা ব্যাখ্যা করতে গিয়ে কী প্রমাণ করেছেন?

ক. জীবনযুদ্ধে যারা যোগ্য, তারা টিকে থাকে

খ. সমাজ প্রাকৃতিকভাবে পরিবর্তিত হচ্ছে

গ. ব্যক্তি সমাজের একমাত্র উপাদান

ঘ. মানুষ সমাজের সর্বশ্রেষ্ঠ জীব

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.খ ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.গ ৩০.ক

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা