Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - রসায়ন | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৩১. পরমাণুর n শক্তিস্তরে ইলেকট্রন ধারণক্ষমতা কত?

ক. 2 খ. 8

গ. 18 ঘ. 3n2

৩২. প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কত?

ক. (2l+1) খ. (2l–1)

গ. 2(2l+1) ঘ. 2l

৩৩. রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কৃত হয় কোন সালে?

ক. 1811 খ. 1813

গ. 1911 ঘ. 1913

৩৪. কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে?

ক. Na খ. He

গ. Be ঘ. H

৩৫. বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কোনটি?

ক. mvr=n.h

খ. π​​​​h 2h

গ. nh 3π​​

ঘ. nh 2h

৩৬. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৭টি

৩৭. Cu–এর পারমাণবিক ভর কত?

ক. 15.5 খ. 16

গ. 65.4 ঘ. 63.5

৩৮. নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক

ভর কত?

ক. 44 খ. 52

গ. 63 ঘ. 68

৩৯. নিচের যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়—

i.Cu

ii. Al

iii. Cr

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪০. অরবিটালের শক্তি ক্রমের ক্ষেত্রে—

i. 2s<2p<4s

ii. 3p<4s<3d

iii. 3p>4d> 5s

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.গ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.গ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.ক

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

Also Read: নবম শ্রেণি - রসায়ন | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)