Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৭১. তুহিনদের এলাকায় অধিকাংশ ছেলে মাদকাসক্ত। এই বিপর্যয় রোধে কোন বিষয়টি কার্যকর ভূমিকা রাখতে পারে?

ক. সমাজকর্ম খ. মনোবিজ্ঞান

গ. সমাজবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান

৭২. কোন বিষয়ের পাঠ ব্যতীত কারও প​ক্ষে পেশাদার সমাজকর্মী হওয়া সম্ভব নয়?

ক. সমাজকর্ম খ. অর্থনীতি

গ. ইতিহাস ঘ. পৌরনীতি

৭৩. স্বাবলম্বিতা অর্জনের মানসিকতা গড়ে তোলার জন্য কোন বিষয় অধ্যয়ন করা প্রয়োজন?

ক. সমাজবিজ্ঞান খ. নৃবিজ্ঞান

গ. মনোবিজ্ঞান ঘ. সমাজকর্ম

৭৪. ‘সমাজকর্মের শিক্ষা অত্যাবশ্যক’—এর যথার্থ কারণ কোনটি?

ক. মানুষের ক্ষমতার পুনরুদ্ধার

খ. জ্ঞানের প্রসার বৃদ্ধি

গ. সমাজের সার্বিক অবস্থা জানা

ঘ. দরিদ্রদের অর্থনৈতিক সাহায্য দান

৭৫. সমাজের কল্যাণ সাধনে বাধা প্রদানের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত কারণ—

i. অবাঞ্ছিত পরিবর্তন

ii. অজ্ঞতা

iii.অনাকা​ঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৭৬–৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের বস্তি। সেখানে বসবাসকারী কিশোরদের বেশির ভাগই নেশার ভয়াল থাবায় নিমজ্জিত। নেশার টাকা জোগাতে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। দিনের আলোয় ছিনতাই করতেও তাদের বুক কাঁপে না।

Also Read: এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

৭৬. উদ্দীপকের সমস্যাটি কোন ধরনের সমস্যা?

ক. অশিক্ষাজনিত

খ. শিল্পায়ন ও নগরায়ণজনিত

গ. পারিবারিক

ঘ. স্বভাবগত

৭৭. এরূপ অপরাধপ্রবণতার কারণ—

i. অপরিকল্পিত নগরায়ণ

ii. দরিদ্রতা

iii. অনিশ্চিত জীবনযাত্রা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৮. উদ্দীপকের সমস্যা সমাধানে কোন বিষয়টি অপরিহার্য?

ক. সমাজকর্ম গ. সমাজবিজ্ঞান

গ. মনোবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান

উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পেশাজীবী জনাব ফিদা আমিন এমন একটি সংস্থায় কাজ করেন। যেখানে সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে ফিদা আমিন এমন একটি সামাজিক বিজ্ঞানের জ্ঞান ও কৌশল অনুসরণ করেছেন, যার গুরুত্ব সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

৭৯. ফিদা আমিনের কর্মপ্রচেষ্টা কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত?

ক. সমাজবিজ্ঞান খ. নৃবিজ্ঞান

গ. মনোবিজ্ঞান ঘ. সমাজকর্ম

৮০. সমাজজীবনে উক্ত বিষয়ের গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণ—

i. সামাজিক পরিবর্তনের ফলে

ii. শিল্পায়ন ও নগরায়ণের ফলে

iii. জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার হ্রাসের ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭১.ক ৭২.ক ৭৩.ক ৭৪.ক ৭৫.ঘ ৭৬.গ ৭৭.ক ৭৮.ক ৭৯.ঘ ৮০.ঘ

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)