Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - অর্থনীতি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. মানুষের অভাব মেটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কী বলে থাকি?

ক. সম্পদ খ. উপযোগ

গ. ভূমি ঘ. অর্থনৈতিক দ্রব্য

২২. অর্থনৈতিক দ্রব্যের কী আছে?

ক. উপযোগ খ. ভোগ

গ. জোগান ঘ. সঞ্চয়

২৩. কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায়, তাকে কোন দ্রব্য বলে?

ক. অর্থনৈতিক দ্রব্য

খ. ভোগ দ্রব্য

গ. অস্থায়ী দ্রব্য

ঘ. অবাধলভ্য দ্রব্য

২৪. কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদন নিঃশেষ হয়ে যায়?

ক. মূলধনী খ. স্থায়ী

গ. অবাধলভ্য ঘ. মধ্যবর্তী

২৫. কোনটি মূলধনি দ্রব্য?

ক. টেবিল খ. জমি

গ. গুদামঘর ঘ. বাড়ি

২৬. কোন দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়?

ক. মধ্যবর্তী খ. চূড়ান্ত

গ. মূলধনি ঘ. অস্থায়ী

২৭. যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে পরিশ্রম করতে হয় বা মূল্য প্রদান করতে হয়, তাকে বলা হয়—

i. চূড়ান্ত দ্রব্য ii. অর্থনৈতিক দ্রব্য

iii. অবাধলভ্য দ্রব্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. অর্থনীতিতে দ্রব্য হতে হলে তার থাকতে হবে—

i. উপযোগিতা ii. সীমাবদ্ধ জোগান

iii. মূল্যহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. সুযোগ ব্যয় বলতে বোঝায়—

i. একটি দ্রব্য পাওয়ার জন্য আরেকটি দ্রব্য ত্যাগ করা

ii. একসাথে দুটি দ্রব্যই ত্যাগ

iii. অতিপ্রয়োজনীয় দ্রব্যটি

নির্বাচন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. শ্রমের জন্য প্রাপ্ত আয়কে কী বলে?

ক. মূলধন খ. বেতন

গ. মজুরি ঘ. লগ্নি

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.ঘ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.খ ৩০.গ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা