Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৩ - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১. ‘সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন—উক্তিটি কার?

ক. হার্বার্ট স্পেন্সার

খ. অধ্যাপক ডাইসি

গ. রুশো

ঘ. অধ্যাপক ম্যাকাইভার

২. ‘যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন’—উক্তিটি কার?

ক. সক্রেটিস খ. এরিস্টটল

গ. টমাস হবস ঘ. জন অস্টিন

৩. ‘আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ’—উক্তিটি কার?

ক. টমাস হবস খ. অধ্যাপক হল্যান্ড

গ. জন অস্টিন ঘ. স্যাভিনি

৪. আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন কে?

ক. অধ্যাপক হল্যান্ড

খ. জন অস্টিন

গ. টমাস হবস

ঘ. উড্রো উইলসন

৫. ‘আইন হলো মানুষের স্থায়ী আচার-ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ, যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে’—উক্তিটি কার?

ক. জন আনি

খ. উড্রো উইলসন

গ. অধ্যাপক হল্যান্ড

ঘ. অধ্যাপক গেটেল

৬. অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৬টি

৭. ‘আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ’— উক্তিটি কার?

ক. টমাস হবস খ. অধ্যাপক হল্যান্ড

গ. জন অস্টিন ঘ. মেইটল্যান্ড

৮. ‘নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তিই সার্বভৌম’—উক্তিটি কার?

ক. লাস্কি খ. ম্যাকাইভার

গ. জেমস মিল ঘ. জন স্টুয়ার্ট মিল

৯. ‘স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের সাম্য সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পূর্ণ উপলব্ধি করার সুযোগ লাভ করতে’—উক্তিটি কার?

ক. হার্বাট স্পেন্সার

খ. টি এইচ গ্রিন

গ. হ্যারল্ড জে লাস্কি

ঘ. জন স্টুয়ার্ট মিল

১০. ‘স্বাধীনতা বলতে বোঝায় সেসব সামাজিক অবস্থার ওপর থেকে বাধা নিষেধের অপসারণ, যা আধুনিক সভ্য জগতে মানুষের সুখী জীবনযাপনের জন্য অত্যাবশ্যক’—উক্তিটি কার?

ক. টি.এইচ.গ্রিন খ. হার্বার্ট স্পেন্সার

গ. জন স্টুয়ার্ট মিল ঘ. হ্যারল্ড জে লাস্কি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.গ ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ঘ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা