Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১১. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?

ক. সহজ প্রয়োগ

খ. সামগ্রিক ফলাফল প্রাপ্তি

গ. দ্বৈতসত্তা

ঘ. হিসাবের স্পষ্টতা

১২. গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির কী?

ক. বৈশিষ্ট্য খ. উদ্দেশ্য

গ. সুবিধা ঘ. প্রয়োজনীয়তা

১৩. মোট দেনা ও পাওনার পরিমাণ জানা দুতরফা দাখিলা পদ্ধতির—

ক. মূলনীতি খ. বৈশিষ্ট্য

গ. নীতিমালা ঘ. সুবিধা

১৪. পাওনা টাকার পরিমাণ জানা যায় কোন হিসাব পদ্ধতি ব্যবহার করে?

ক. একতরফা দাখিলা পদ্ধতি

খ. দুতরফা দাখিলা পদ্ধতি

গ. মিশ্র দাখিলা পদ্ধতি

ঘ. বেদাখিলা পদ্ধতি

১৫. সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির কী?

ক. সুবিধা খ. উদ্দেশ্য

গ. বৈশিষ্ট্য ঘ. লক্ষ্য

১৬. হিসাবচক্রের কোন ধাপে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?

ক. চতুর্থ খ. ষষ্ঠ

গ. অষ্টম ঘ. দশম

১৭. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি?

ক. লেনদেন শনাক্তকরণ

খ. লেনদেন বিশ্লেষণ

গ. জাবেদাভুক্তকরণ

ঘ. খতিয়ান

১৮. হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?

ক. লেনদেন চিহ্নিতকরণ

খ. হিসাব খাত নির্ণয়

গ. জাবেদাভুক্তকরণ

ঘ. খতিয়ান

১৯. হিসাবচক্রের কোন ধাপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়?

ক. পঞ্চম ধাপ খ. দ্বিতীয় ধাপ

গ. তৃতীয় ধাপ ঘ. চতুর্থ ধাপ

২০. হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কী রক্ষা করে?

ক. সমতা খ. ধারাবাহিকতা

গ. যোগসূত্র ঘ. ভিন্নতা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.খ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা