Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. সমাজকর্মের পরিধি বলতে কোনটি বোঝানো হয়েছে?

ক. ব্যবহারিক দিক খ. অর্থনৈতিক দিক

গ. পারিবারিক দিক ঘ. পরিবেশগত দিক

৪২. সমাজ বিভিন্ন অসামঞ্জস্য বা বিশৃঙ্খলা দেখা দেয় কেন?

ক. সমাজের মানুষ খুবই ঝগড়াটে বলে

খ. মানুষ পরিবর্তিত পরিবেশের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে না বলে

গ. সমাজের সম্পদ সীমিত বলে

ঘ. সমাজের নীতিমালা অপরিবর্তিত বলে

৪৩. সমাজকর্ম কিসের ওপর গুরুত্ব আরোপ করে?

ক. দরিদ্র মানুষের কল্যাণের ওপর

খ. বঞ্চিত মানুষের কল্যাণের ওপর

গ. নারী ও শিশুদের কল্যাণের ওপর

ঘ. সব মানুষের কল্যাণের ওপর

৪৪. সমাজের বিশেষ চাহিদা, সমস্যা এবং সম্পদের প্রেক্ষিতে সমাজকর্মের কী নির্ধারিত হয়ে থাকে?

ক. সংজ্ঞা খ. উদ্দেশ্য

গ. বৈশিষ্ট্য ঘ. পরিধি

৪৫. সমাজকর্মের পদ্ধতিসমূহ কিসের পরিধিভুক্ত?

ক. সামাজিক আইনের

খ. সামাজিক ন্যায়বিচারের

গ. সমাজের

ঘ. সমাজকল্যাণের

Also Read: এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

৪৬. সমাজকর্ম কাকে নিয়ে কাজ করে?

ক. দরিদ্রদের নিয়ে

খ. শিশুদের নিয়ে

গ. নারীদের নিয়ে

ঘ. সমাজ ও মানুষকে নিয়ে

৪৭. নিচের কোনটি সমাজকর্মের পরিধিভুক্ত?

ক. মানসিক স্বাস্থ্যসেবা

খ. শারীরিক স্বাস্থ্যসেবা

গ. বস্তুগত সেবা

ঘ. আর্থিক সেবা

৪৮. উন্নয়ন ও কল্যাণের প্রতিটি ক্ষেত্রে কার বিচরণ রয়েছে?

ক. সমাজকর্মের খ. অর্থনীতির

গ. পৌরনীতির ঘ. ইতিহাসের

৪৯. সমাজকর্ম সমাজের কী নিয়ে আলোচনা করে?

ক. খুঁটিনাটি বিষয় খ. উন্নয়ন

গ. পরিবেশ ঘ. সমস্যা

৫০. সমস্যা সমাধানের কী হিসেবে সমাজকর্মের গুরুত্ব সারা বিশ্বে স্বীকৃত?

ক. সহায়ক উপায়

খ. মৌলিক উপায়

গ. বাস্তব উপায়ে

ঘ. বিজ্ঞানসম্মত উপায়

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১. ক ৪২. খ ৪৩. ঘ ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. ক ৪৮. ক ৪৯. ঘ ৫০. ঘ

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)