Thank you for trying Sticky AMP!!

ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

৫৯. অর্থের ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলে?

ক. প্রকৃত সুদের হার

খ. বাট্টাকরণ

গ. চক্রবৃদ্ধিকরণ

ঘ. সরলীকরণ

৬০. ব্যাংক থেকে ভোগ্যপণ্য কেনার জন্য যে ঋণ নেওয়া হয়, তাকে কী বলে?

ক. উদ্যোক্তা ঋণ খ. কৃষিঋণ

গ. ভোক্তাঋণ ঘ. ক্ষুদ্রঋণ

৬১. যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণের টাকা পরিশোধ করা কিসের মধ্যে পড়ে?

ক. ঐচ্ছিক

খ. বাধ্যতামূলক

গ. ঋণগ্রহীতার স্বাধীনতা

ঘ. উচিত

৬২. সুযোগ ব্যয়বহির্ভূত —

i. ব্যাংক জমা

ii. জমি

iii. সংরক্ষিত আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

৬৩. কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাকে কী বলে?

ক. মূলধন ব্যয় খ. বিক্রয়ের ব্যয়

গ. সুযোগ ব্যয় ঘ. উৎপাদন ব্যয়

৬৪. একটি পণ্যের বর্তমান মূল্য নির্ণয়ে প্রয়োজন—

i. ভবিষ্যৎ মূল্য

ii. সুদের হার

iii. বার্ষিক মেয়াদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. ব্যবসায় অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?

ক. মুনাফা খ. সুযোগ ব্যয়

গ. দায় ঘ. চলতি ব্যয়

৬৬. কোন ক্ষেত্রে অধিক সুদ প্রদান করা হয়?

ক. সরল সুদে

খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে

গ. অবিরত চক্রবৃদ্ধিতে

ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫৯.খ ৬০.গ ৬১.খ ৬২.ক ৬৩.গ ৬৪.ঘ ৬৫.খ ৬৬.গ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪