Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১. আন্তর্জাতিক হিসাব মান–০১ (IAS-01) অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়?

ক. ৬টি খ. ৫টি

গ. ৪টি ঘ. ৩টি

২. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

ক. নগদ প্রবাহ বিবরণী

খ. আয় বিবরণী

গ. বেতন বিবরণী

ঘ. আর্থিক অবস্থার বিবরণী

৩. কোন সভায় পরিচালকমণ্ডলী আর্থিক বিবরণী পেশ করেন?

ক. বিধিবদ্ধ সভায়

খ. অর্ধবার্ষিক সভায়

গ. পরিচালকমণ্ডলীর সভায়

ঘ. বার্ষিক সাধারণ সভায়

৪. আর্থিক তথ্য বার্ষিক সাধারণ সভার কত দিন আগে শেয়ার মালিকদের নিকট পাঠাতে হয়?

ক. ১০ দিন খ. ১২ দিন

গ. ১৪ দিন ঘ. ১৫ দিন

৫. প্রতিবছর শেয়ারহোল্ডারদের কাছে বাধ্যতামূলকভাবে কোনটি প্রেরণ করতে হয়?

ক. নগদান প্রবাহ বিবরণী

খ. আয় বিবরণী

গ. আর্থিক বিবরণী

ঘ. আর্থিক অবস্থার বিবরণী

৬. যৌথ মূলধনি ব্যবসায় পরিচালনা করেন কে?

ক. অগ্রাধিকার শেয়ারহোল্ডারগণ

খ. চেয়ারম্যান

গ. যেসব উদ্যোক্তা ব্যবসায় প্রতিষ্ঠা করেন

ঘ. শেয়ারহোল্ডারদের দ্বারা নির্ধারিত পরিচালকমণ্ডলী

৭. কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণী কাদের নিকট প্রেরণ করা বাধ্যতামূলক?

ক. অবলেখক

খ. মার্চেন্ট ব্যাংক

গ. বাংলাদেশ ব্যাংক

ঘ. নিবন্ধক ও শেয়ার মালিক

৮. পণ্য বা সেবা বিক্রয়লব্ধ অর্থকে কী বলে?

ক. আয় খ. লাভ

গ. প্রাপ্তি ঘ. গ্রহণ

৯. নিরীক্ষা ফি কোন ধরনের ব্যয়?

ক. অপরিচালন ব্যয়

খ. পরিচালন ব্যয়

গ. কাল্পনিক ব্যয়

ঘ. অবাস্তব ব্যয়

১০. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে কোন দফাটি আসে না?

ক. ক্রয় খ. মজুরি

গ. ক্রয় পরিবহন ঘ. রপ্তানি শুল্ক

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.খ ২.গ ৩.ঘ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা