Thank you for trying Sticky AMP!!

আবার বাংলাদেশের ছবিতে শ্রাবন্তী

‘বিক্ষোভ’ ছবির পরিচালক শামীম আহমেদের সঙ্গে শ্রাবন্তীর সেলফি

‘যদি একদিন’ ছবির পর বাংলাদেশের নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। ছবির নাম ‘বিক্ষোভ’। আজ শনিবার দুপুরে কলকাতায় নিজ বাসায় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন শ্রাবন্তী। ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক শামীম আহমেদ।

কলকাতা থেকে মুঠোফোনে শামীম আহমেদ বলেন, ‘কয়েক দিন ধরেই আমি কলকাতায় আছি। ছবির গল্প নিয়ে শ্রাবন্তীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আজ দুপুরে তিনি এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন।’

ছবির অন্য অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হলেও নায়কের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শামীম আহমেদ বলেন, ‘শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে ভাবা হচ্ছে। আশা করছি শিগগিরই তা চূড়ান্ত হবে।’

নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প লিখেছেন শামীম আহমেদ নিজেই। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এদিকে ‘বিক্ষোভ’ ছবিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবন্তী। কলকাতা থেকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আজ সকালেই স্বাক্ষর করেছি। প্রযোজক সেলিম খান ও পরিচালক শামীম আহমেদ আমার বাসায় এসেছিলেন। গল্পটি ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘যৌথ প্রযোজনার বাইরে একক বাংলাদেশি ছবি বলতে শুধু “যদি একদিন”-এ কাজ করেছি। ছবির গল্প ভালো ছিল, মুক্তির পর ব্যবসায়িক দিক থেকেও সফল হয়েছে ছবিটি। আমি এমনিতে কম কাজ করি। গল্প ভালো লাগলে করি। “বিক্ষোভ” ছবির গল্প দারুণ। আশা করছি এই ছবির মাধ্যমে বাংলাদেশের দর্শক নতুন শ্রাবন্তীকে দেখবেন।’

পরিচালক জানান, আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় ‘বিক্ষোভ’ ছবির মহরত হবে। সেদিন থেকেই শুটিংও শুরু হবে।

‘বিক্ষোভ’ ছবিতে আরও অভিনয় করছেন ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব আর বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ।