Thank you for trying Sticky AMP!!

ইউটিউব চলচ্চিত্র উৎসবে কান-বার্লিন-ভেনিস

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ছবি: ইনস্টাগ্রাম
ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালের সহপ্রতিষ্ঠাতা ও অভিনেতা রবার্ট ডি নিরো। ছবি: ইনস্টাগ্রাম

অসংখ্য মেধাবী পরিচালক, কিউরেটর, শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্র তারকারা এক হয়ে বিশ্বের দর্শকদের বিনা পয়সায় বিনোদন দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তাই কাঁটাতারের বেড়া পেরিয়ে অনলাইন প্ল্যাটফর্মে এই উৎসবে প্রদর্শিত হবে অসংখ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, গান, কমেডি, কর্মশালা, বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে আলাপন প্রভৃতি। ট্রিবেকা এন্টারপ্রাইজের সিইও জেন রোজেনথাল বলেন, ‘আমরা সব সময় চলচ্চিত্রের শক্তির কথা বলি। বলি যে, চলচ্চিত্র কাঁটাতারের বেড়ার বিভাজন ডিঙিয়ে মানুষকে এক করে। মানুষকে মনের ক্ষত সারিয়ে প্রশান্তি দিতে চলচ্চিত্রের বিকল্প নেই। এই ভয়ংকর দুঃসময়ে এবার আমরা তা বড় পরিসরে দেখব।’

গত বছরের কান চলচ্চিত্র উৎসবের পোস্টার।

গত মাসেই ঘোষণা এল, স্থগিত কান চলচ্চিত্র উৎসব। আর আগামী মাসের এই উৎসবে যোগদান করতে পেরে কান চলচ্চিত্র উৎসব গর্বিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই উৎসবে যোগদান করার ব্যাপারে গর্বিত। দুর্দান্ত আইডিয়া। আমরা নিশ্চয়ই দারুণ কিছু গল্প দেখব আর অসাধারণ সব শৈল্পিক ব্যক্তিত্বদের কথা শুনব।’

গত বছর কান চলচ্চিত্র উৎসবে ফটোকলে এভাবেই পোজ দেন অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস। ছবি: ইনস্টাগ্রাম

টরোন্টো, ভেনিস ও লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল সেপ্টেম্বর ও অক্টোবরে সময়মতো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। তবে সময়ই জানিয়ে দেবে এই উৎসব কীভাবে হবে বা আদৌ হবে কি না। অন্যদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল।