Thank you for trying Sticky AMP!!

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট

কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
‘অঁজেলা’
ধরন: প্রামাণ্যচিত্র। স্ট্রিমিং: নেটফ্লিক্স। দিনক্ষণ: ২৬ নভেম্বর
বেলজিয়ান পপ তারকা অঁজেলা। বয়স মাত্র ২৫ বছর। একাধারে তিনি সংগীতশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক, পিয়ানোবাদক, সংগীত প্রযোজক ও অভিনেত্রী। ২০১৮ সালে ফরাসি ও বেলজিয়ান পপ ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এ বছর কানে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া লিওঁ কারার ছবি অ্যানেট–এ অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারে কী করে একাকিত্ব ও আনন্দের মধ্যে সমতা বিধান করেছেন, তারই বয়ান এ প্রামাণ্যচিত্র

তাঁর এ ঝলমলে ক্যারিয়ারে কী করে একাকিত্ব ও আনন্দের মধ্যে সমতা বিধান করেছেন, তারই বয়ান এ প্রামাণ্যচিত্র।

মারাঠি ছবি লাপাছাপির হিন্দি রিমেক

‘ছোরি’
ধরন: চলচ্চিত্র। স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও। দিনক্ষণ: ২৬ নভেম্বর

মারাঠি ছবি লাপাছাপির হিন্দি রিমেক। আত্মগোপন যেতে বাধ্য হন সাক্ষী। অন্তঃসত্ত্বা এই নারীর চরিত্রটি করেছেন নুসরাত ভরুচা। যেখানে আত্মগোপন করেন, দেখা যায় সেটি একটি ভুতুড়ে বাড়ি।

‘দিল বেকারার’
ধরন: ওয়েব সিরিজ। স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার। দিনক্ষণ: ২৬ নভেম্বর
আশির দশকের দিল্লির পটভূমিতে আবর্তিত হয়েছে সিরিজটির কাহিনি। টেলিগ্রাম আর টেলিফোনের সময়। ছবির গল্প ৪০ বছর আগের ঠাকুর পরিবারকে কেন্দ্র করে। অনুজা চৌহানের উপন্যাস দোজ প্রাইসি ঠাকুর গার্লস অবলম্বনে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন রাজ বাব্বর, পুনম ধিলোঁ, অক্ষয় ওবেরয় প্রমুখ।

আশির দশকের দিল্লির পটভূমিতে আবর্তিত হয়েছে সিরিজটির কাহিনি

‘ইলিগ্যাল’
ধরন: ওয়েব সিরিজ। স্ট্রিমিং: ভুট। দিনক্ষণ: চলমান
কোর্টরুম ড্রামা। আদর্শবান একজন আইনজীবীকে ঘিরে গড়ে উঠেছে সিরিজটির গল্প। গতানুগতিক কোর্টরুম ধারার বিপরীতে সিরিজটিতে পেশাগত জীবনের পাশাপাশি আইনজীবীদের ব্যক্তিগত জীবনও দেখানো হয়েছে।

আদর্শবান একজন আইনজীবীকে ঘিরে গড়ে উঠেছে সিরিজটির গল্প

তুলে ধরা হয়েছে কীভাবে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তাঁদের পেশা। এখন চলছে দ্বিতীয় মৌসুম।

‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’
ধরন: প্রামাণ্যচিত্র। স্ট্রিমিং: নেটফ্লিক্স। দিনক্ষণ: ২৯ নভেম্বর
৮ হাজার মিটার উঁচু ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের এক কঠিন চ্যালেঞ্জ নিয়েছিলেন নেপালের পর্বতারোহী নির্মল পুরজা। আর কাজটা তিনি মাত্র সাত মাসে সম্পন্ন করার লক্ষ্য স্থির করছিলেন। এ রেকর্ডটা করতে আগের জনের যদিও লেগেছিল সাত বছর। দক্ষ শেরপাদের একটি দল নিয়ে অন্নপূর্ণা, ধবলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্টের মতো আইকনিক পর্বতশৃঙ্গ আরোহণ করেন নির্মল।

‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’