Thank you for trying Sticky AMP!!

ক্যামেরার সামনে প্রথম

ফেরদৌস

১৯৯৭ সালে পৃথিবী আমাকে চায় না ছবিতে অভিনয় করতে গিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। ছবিতে আমার নায়িকা ছিলেন মুন। প্রথম দিন শুটিং হয়েছিল বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে। প্রথম দৃশ্যে আমার সহশিল্পী ছিলেন রাজীব, রওশন জামিল, খলিল, দিলদার। দৃশ্যটি ছিল হাসপাতালের। ছবিতে আমি ভালোবাসি মুনকে। মুন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। আমি পাগলের মতো ছুটে যাই সেখানে। গিয়ে তাঁকে বাঁচানোর জন্য সবার কাছে আকুতি–মিনতি করি। ছবিতে কাজ করার আগে বিবি রাসেলের মডেল হয়ে অনেকগুলো র‌্যাম্প শো করেছি। তাই তত দিনে ক্যামেরাভীতি কেটে গিয়েছিল। তবে প্রথম দৃশ্যের সংলাপ ছিল প্রায় এক পাতার! সঙ্গে ছিলেন বড় বড় শিল্পী। কিছুটা ঘাবড়ে যাওয়ারই কথা। যা–ই হোক, ক্যামেরা চলতে শুরু করেছে। আমি বাইরে থেকে দৌড়ে হাসপাতালের সেটে ঢুকে গিয়ে সংলাপ বলা শুরু করি। সত্যি কথা কি, প্রথমবারেই দৃশ্যটি ওকে হয়ে যায়। সবাই প্রশংসা করলেন। তবে এর পুরো অবদানই ছিল ছবির পরিচালক অঞ্জন সরকারের। দৃশ্যটি নেওয়ার আগে তিনি আমাকে সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দিয়েছিলেন বলেই এমনটা সম্ভব হয়েছিল।