Thank you for trying Sticky AMP!!

গ্যালারি রাঙিয়েছেন জলকন্যারা

জলকন্যা প্রদর্শনীর শিল্পীরা। ছবি: পিউস রোজারিও

জলরঙে ছবি আঁকেন, এমন একঝাঁক নারী শিল্পীর দলের নাম জলকন্যা। কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে তাঁরা ছবি আঁকেন। নারী দিবস উপলক্ষে শুরু হয়েছে তাঁদের তিন দিনের চিত্রকর্ম প্রদর্শনী।

আজ রোববার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। শিল্পীদের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের পর তিনি বলেন, ‘নারীরা একসময় ঘরের ভেতরে অবরুদ্ধ থাকতেন, এখন তাঁরা ঘরের বাইরে বের হয়েছেন। কাজে–কর্মে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজের অবস্থান তৈরি করেছেন। আমি আমার উপন্যাসে নারী চরিত্রদের সব সময় গুরুত্ব দিয়েছি। নারীকে নারী নয়, বরং মানুষ হিসেবে গ্রাহ্য করতে হবে। এই প্রদর্শনীতে নারীদের সঙ্গে দুজন পুরুষ শিল্পী যোগ দিয়ে সেটাই করেছেন বলে বিশ্বাস করি। আশা করি ভবিষ্যতে এ প্রদর্শনীতে আরও পুরুষ শিল্পীকে দেখা যাবে।’

জলকন্যা দলটির প্রধান সুপর্ণা এলিস গমেজ জানালেন, নারী দিবস ঘিরে বছরে একটি প্রদর্শনী করেন তাঁরা। এ ছাড়া সারা বছর আর্ট ক্যাম্পের আয়োজনও করেন। তিনি জানান, দলটির সঙ্গে নিয়মিত কাজ করছেন চারুকলার শিক্ষার্থী শিল্পী সাবিহা নাসরিন ও নিবেদিতা মণ্ডল।

জলকন্যা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করছেন হাসনাত আবদুল হাই। ছবি: পিউস রোজারিও

প্রদর্শনীতে রয়েছে ১৯ জন শিল্পীর ৩৯টি চিত্রকর্ম। তবে কেবল জলরঙেই নয়, অ্যাক্রিলিকের বেশ কিছু কাজ দেখা গেছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন এলিনা চাকমা, অনামিকা সুর, আফরিন সুলতানা, এলিসেন গ্রিফিথ গমেজ, ফারহানা ফেরদৌস, ফারজানা আলম, ঋদি আদ্রা আহমেদ, জ্যাকুলিন রিয়া রোজারিও, মাহফুজুর রহমান, মেঘমালা আঁকা, মোস্তারি ফাহমিদা আফরিন, পলাশ কুমার দাস, এস বি নূসরাত জাহান, শুচিতা, স্নেহা ক্যারেন গমেজ ও তানিয়া ফারাবি।

প্রদর্শনী ঘুরে দেখছেন হাসনাত আবদুল হাই। ছবি: পিউস রোজারিও

প্রদর্শনীটি চলবে আগামী বুধবার পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী ঘুরে আসা যাবে।