Thank you for trying Sticky AMP!!

জয়া যাচ্ছেন, জয়া আসছেন

জয়া আহসান।  ছবি: প্রথম আলো

জয়া আহসান অভিনীত কণ্ঠ ছবিটি ভারতে মুক্তির পর এবার নিজ দেশের ১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সাফটা চুক্তির মাধ্যমে আগামী ৮ নভেম্বর ছবিটি বাংলাদেশে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে আমদানি প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই নীতির আওতায় বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী জয়া আহসান। নিজের ছবি ভারতে যাওয়া এবং বাংলাদেশে আসার বিষয়টিতে আনন্দিত জয়া আহসান।

কণ্ঠ মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হলেও খাঁচা ছবির মুক্তির ব্যাপারে এখনো নিশ্চিত কিছুই বলতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেসের কর্তাব্যক্তিরা। সোমবার কলকাতা থেকে ঢাকায় আসেন জয়া। মুঠোফোনে ছবি দুটি প্রসঙ্গে জানতে চাইলে জয়া বলেন, ‘রাষ্ট্রের নিয়ম মেনে একটি ছবি যাচ্ছে, আরেকটি আসছে। আমি আসলে চাই, এই নিয়মে যদি বাংলাদেশের ভালো ছবি দেশের বাইরে যায় এবং ভারতের ছবি বাংলাদেশে আসে, তাহলে ভালো। আমরা দেখছিলাম, আমদানি–রপ্তানি নীতিতে এমন কিছু ছবি যাচ্ছে, যেগুলোর শৈল্পিক মূল্য যেমন নেই, শিল্পীর মূল্যও নেই। সে ক্ষেত্রে এই ধরনের ছবি যাওয়া–আসা হলে দুই দেশের ছবি সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। ব্যবসায়িক বাজারও তৈরি হবে। আমাদের মারদাঙ্গা যে ছবিগুলো ওখানে পাঠানো হয়, বেশির ভাগ বলিউড কিংবা তামিল সিনেমার কপি। কোন ছবিটা উৎসব কিংবা আমদানি–রপ্তানিতে যাচ্ছে, তা জানাটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছবি দেখে সে দেশের মানুষ, সংস্কৃতি, মন, মনন সম্পর্কে জানা যায়। দুটি ভালো মানের ছবি আমদানি–রপ্তানি হচ্ছে, তাই ভালো লাগছে।’

কণ্ঠ ছবির আমদানি প্রতিষ্ঠান এবং খাঁচার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে ইবনে হাসান খান বলেন, ‘আমাদের খাঁচা ছবিটি একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। ছবিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। আমরা চেয়েছি, ছবিটি পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখুক। একইভাবে কণ্ঠ ছবিতেও জয়ার অভিনয় প্রশংসা পেয়েছে। আমদানি–রপ্তানি নীতিমালায় ছবি দুটি দুই দেশের দর্শকদের দেখাতে চেয়েছি।’

কণ্ঠ ছবির মুক্তি উপলক্ষে ঢাকায় আসবেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা দুই দেশের শৈল্পিক মানসম্পন্ন ছবি আমদানি–রপ্তানির পক্ষে। বস্তা পচা বাণিজ্যিক ছবির আমদানি–রপ্তানিতে দেশের ভাবমূর্তি সংকটে পড়ে।’

জয়া আহসান অভিনীত ও আকরাম খান পরিচালিত খাঁচা মুক্তি পায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর, আর এ বছরের ১০ মে ভারতে মুক্তি পায় কণ্ঠ। শিব প্রসাদ কলকাতা থেকে প্রথম আলোকে বলেন, ‘একটা বিরাট অনুভূতি। আমরা চেয়েছিলাম, ছবিটি বাংলাদেশের দর্শকেরাও দেখুক। অবশেষে তা হতে যাচ্ছে। এই ধরনের ছবি মুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সেতুবন্ধের অসামান্য একটা জায়গা তৈরি হবে।’