Thank you for trying Sticky AMP!!

ঢাকা ডকল্যাবের ২০১৮ সালের সমাপনী আসরে আয়োজক ও অংশগ্রহণকারীরা। ঢাকা ডকল্যাবের ফেসবুক পাতা থেকে

ঢাকা ডকল্যাবে প্রকল্প জমা দেওয়া যাবে ১৫ জুলাই পর্যন্ত

আগামী আগস্ট মাসে ঢাকা ডকল্যাবের পঞ্চম আসর বসছে। গত বছরের মতো এবারও করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হবে এটি। ঢাকা ডকল্যাব হলো প্রামাণ্যচিত্র নিয়ে একটি প্ল্যাটফর্ম, যেখানে নির্মাতারা তাঁদের প্রকল্প প্রযোজক ও পরিবেশকদের কাছে উপস্থাপনের সুযোগ পান। প্রামাণ্যচিত্র নির্মাণে দিকনির্দেশনা পান।

পিচিং (প্রকল্প উপস্থাপন) সেশনের একটি মুহূর্ত। ঢাকা ডকল্যাবের ফেসবুক পাতা থেকে

প্রকল্প জমা দেওয়া যাবে তিনটি বিভাগে। বিভাগগুলো হলো—দক্ষিণ এশিয়া, এশিয়া-প্যাসিফিক ও ওয়ার্ক ইন প্রোগ্রেস/রাফ কাট। ঢাকা ডকল্যাব সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়া ও রাফ কাট/ওয়ার্ক ইন প্রোগ্রেস বিভাগে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্প বাছাই করা হবে। আর এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রকল্প নির্বাচনে ঢাকা ডকল্যাবের পার্টনার নিউজিল্যান্ডের ডক এজ প্রামাণ্যচিত্র উৎসব সহযোগিতা করছে।

প্রকল্প জমা দেওয়া যাবে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত। বিস্তারিত তথ্য জানতে ঢুঁ মারা যেতে পারে ঢাকা ডকল্যাবের নিজস্ব ওয়েবসাইটে।
নির্বাচিত প্রকল্প নিয়ে আগস্ট মাসে নির্মাতারা কর্মশালায় অংশ নেবেন। এরপর ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী প্রকল্প উপস্থাপন পর্ব। সেখানে নির্মাতারা প্রযোজক, পরিবেশক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাঁদের প্রকল্প উপস্থাপন করবেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বিজয়ী প্রকল্পগুলোর পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এই আসরের সমাপনী হবে।
২০১৭ সাল থেকে ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্ক ঢাকা ডকল্যাবের আয়োজন করে আসছে।