Thank you for trying Sticky AMP!!

তিতুমীর চরিত্রে অভিনয়ে নিরব

নিরব। ছবি: সংগৃহীত

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ তিতুমীরের চরিত্রে দেখা যাবে অভিনয়শিল্পী নিরবকে। ছবির নামও রাখা হয়েছে তিতুমীর। ২ ফেব্রুয়ারি নিরব ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী এপ্রিল মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা। ছবিটির পরিচালক ডায়েল রহমান।

নিরব বলেন, ‘একজন অভিনেতার জীবনে এ ধরনের চরিত্রে অভিনয় করা নিঃসন্দেহে অসাধারণ ঘটনা, ইতিহাসের অংশ হয়ে যাওয়া। সেই সুযোগ পেয়েছি। তবে ভয়ও পাচ্ছি। কারণ, এটি ঐতিহাসিক চরিত্র। সেই সময়কে ফুটিয়ে তোলা কম কঠিন নয়।’

চরিত্রটির জন্য প্রস্তুত হচ্ছেন নিরব। তিনি বলেন, ‘শৈশবে বই পড়ে বাঁশের কেল্লা, তিতুমীর সম্পর্কে জেনেছি। এখন পরিচালকের সঙ্গে প্রতিদিনই বসছি। বিষয়টি নিয়ে জানার চেষ্টা করছি।’

ছবির পরিচালক ডায়েল রহমান বলেন, ‘তিতুমীর বাঁশের কেল্লা দিয়ে বৃটিশদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে বৃটিশদের আক্রমণে শহীদ হন তিনি। এসব বিষয় আসবে ছবিতে। প্রায় ২০০ বছর আগের পরিবেশ। সেই সময়কার মানুষের চেহারা, পোশাক, পরিবেশ—সবকিছু সঠিকভাবে তুলে আনা অনেক বড় ব্যাপার। ২০১৬ সাল থেকে এটি নিয়ে গবেষণা করছি। সেভাবেই লাইনআপ, চিত্রনাট্য ও সংলাপ লেখা হচ্ছে।’

ডায়েল রহমান জানান, ঢাকার পূর্বাচলে প্রায় সাত হাজার বাঁশ দিয়ে প্রায় ৪০ বিঘা জমির ওপর বাঁশের কেল্লা নির্মাণ করা হচ্ছে। পাশেই সেই সময়কার পরিবেশ তৈরি করতে একটি মাটির গ্রামও তৈরি করা হবে।

তিতুমীর ছবির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির, সংলাপ লিখছেন ছটকু আহমেদ এবং লাইনআপ করেছেন কলকাতার প্রদীপ কুমার বসাক। এপ্রিল থেকে বাঁশের কেল্লার অংশ দিয়ে ছবির শুটিং শুরু হবে। তার আগেই ছবির নায়িকাসহ অন্যান্য শিল্পীর নাম ঘোষণা করা হবে।