Thank you for trying Sticky AMP!!

দেড় বছর পর খুলছে মধুমিতা

মধুমিতা সিনেমা হল ৮ অক্টোবর খুলবে

প্রায় দেড় বছর পর আবার খুলছে মধুমিতা। আগামী ৮ অক্টোবর কলকাতার জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত আমদানি করা সিনেমা ‘বাজি’ দিয়ে প্রেক্ষাগৃহটির পর্দা উঠবে।
প্রেক্ষাগৃহটির কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, ‘৮ অক্টোবর “বাজি” ছবিটি প্রদর্শনীর জন্য হলটি প্রস্তুত করছি আমরা। অনেক দিন বন্ধ ছিল। হলের ভেতরে–বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পর্দা, প্রজেক্টর, সাউন্ড মেশিনগুলো ঠিকঠাক আছে কি না, পরীক্ষা করা হচ্ছে।’ তাঁর বিশ্বাস, ‘ছবি দেখতে দর্শক আসবেন, মধুমিতা হল ঘুরে দাঁড়াবে।’

মধুমিতা হলে ইংরেজি সিনেমা চালানোরও প্রস্তুতি নিচ্ছেন এই প্রযোজক ও হলমালিক। নওশাদ বলেন, ‘হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ঘোষণা দিয়েছে, এখন থেকে তাদের প্রযোজিত সব নতুন ছবি আগে সিনেমা হলে মুক্তি দেবে। সেই হিসেবে আপাতত বাংলাদেশি নতুন ছবি নিয়মিত না পাওয়া গেলেও ইংরেজি ছবি দিয়ে হল চালু রাখার চেষ্টা করব।’ এ জন্য নতুন করে সাউন্ড সিস্টেমও আনা হয়েছে। নওশাদ জানালেন, আগামী ডিসেম্বর নাগাদ নতুন পর্দা, নতুন প্রজেক্টর মেশিন ও ডলবি সাউন্ডে সাজবে মধুমিতা।
গত বছরের মার্চে করোনার প্রথম ঢেউ আসার পর থেকেই মিলনায়তনটি বন্ধ আছে।